টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় লাখ লাখ মুসল্লির জুমার নামাজ আদায়।

বিলেতের আয়না ডেক্স :- টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় লাখ লাখ মুসল্লির জুমার নামাজ আদায়।
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলছে। আজ শুক্রবার বিশ্ব ইজতেমার ময়দানে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে শুরু হয় জুমার নামাজ।
এদিকে ইজতেমার মাঠ মুসল্লিদের দ্বারা পরিপূর্ণ হয়ে যাওয়ায় তুরাগ পাড়ে ময়দানের চারপাশের রাস্তায় দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা।
আব্দুল্লাহপুর থেকে টঙ্গী হয়ে স্টেশন, মিলগেট পর্যন্ত সড়কে মুসল্লিদের ঢল নামে।
তারা ময়দানে জায়গা না পয়ে সড়কেই জুমার নামাজ আদায় করেন।
ইজতেমায় জুমার নামাজে ইমামতি করেন তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বী মাওলানা জুবায়ের। এতে অংশ নেন দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।
আজ টঙ্গীর তুরাগের তীরে ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয় দেশের বৃহৎ জুমার নামাজ।
শুক্রবার বাদ ফজর বাংলাদেশের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার আজকের দিনের কার্যক্রম। ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন। আজ জুমার নামাজে অংশ নিতে আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ ইজতেমা ময়দানে আসেন।
বাদ জুমা ইজতেমায় বয়ান করবেন মাওলানা ইসমাইল, বাদ আছর মাওলানা জুবায়ের এবং বাদ মাগরিব মাওলানা আহামদ ও ওমর ফারুক।

আরও পড়ুন:  সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিতদের সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top