শুক্রবার চট্টগ্রামে অধ্যাপক নূরুল ইসলাম হেলালী স্মারক বক্তৃতা

বিলেতের আয়না ডেক্স :- শুক্রবার চট্টগ্রামে অধ্যাপক নূরুল ইসলাম হেলালী স্মারক বক্তৃতা

অধ্যাপক নূরুল ইসলাম হেলালী স্মারক বক্তৃতা-২০২৩ শীর্ষক অনুষ্ঠান শুক্রবার (১৩ জানুয়ারী) বিকাল চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হবে।’ বাঙলাদেশ লেখক শিবির চট্টগ্রাম জেলা এ অনুষ্ঠানের আয়োজন করছে।

এবারের বক্তৃতায় ‘মূকাভিনয়: সমাজ ও রাজনীতি’ – শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্যান্টোমাইম মুভমেন্টের সভাপতি মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন। প্রবন্ধের উপর আলোচনা করবেন বাঙলাদেশ লেখক শিবির কেন্দ্রীয় কমিটির সদস অরূপ বড়ুয়া ও নাট্য গবেষক মো. কামরুল হাসান খান।

আরও পড়ুন:  আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।

উল্লেখ্য, অধ্যাপক নূরুল ইসলাম হেলালী ১৯৩৩ সালে কক্সবাজার জেলার রামুতে জন্ম নেন। শিক্ষা জীবন শেষে তিনি অধ্যাপনা শুরু করেন। তবে সার্বক্ষণিক রাজনীতির জন্য অধ্যাপনা ছেড়ে দেন। এরপর থেকে একটানা শ্রমিক সংগঠন গড়ে তোলার কাজে ব্যস্ত থাকেন। ৮০’র দশকের শেষে তিনি বাঙলাদেশ লেখক শিবিরের সাথে সম্পৃক্ত হন ও জীবনের শেষ দিন পর্যন্ত লেখক শিবিরের সাথেই যুক্ত থাকেন। সাম্রাজ্যবাদ বিরোধী ও সাম্যবাদ প্রতিষ্ঠার লড়াইয়ে নূরুল ইসলাম হেলালী ছিলেন একজন অগ্রগামী নেতা ও সংগঠক।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top