বিলেতের আয়না ডেক্স :- আবদুল মামুন, সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ডে শিবচতুর্দ্দশী ও দোলপূর্ণিমা মেলা উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের সীতাকুণ্ডে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শিবচতুর্দ্দশী ও দোলপূর্ণিমা মেলা ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারী ২০২৩ ইং শিব চতুর্দ্দশী মেলা এবং ০৬ ও ০৭ মার্চ ২০২৩ ইং দোল পূর্ণিমা মেলা উপলক্ষে কার্যনির্বাহী কমিটির প্রস্ততিমুলক সভা করা হয়। মেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড মেডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তোফায়েল আহমেদ, সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার নুরুল আলম দুলাল, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব এর সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁন, মেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী যুক্ত বাবু বাবুল শর্মা, সীতাকুণ্ড বাজার কমিটির সভাপতি রেজাউল করিম বাহার, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, মেলা কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দে দুলু, পৌর কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো, উপজেলার আনসার ভিডিপির কমান্ডিং অফিসার ফেরদৌস আরাসহ সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা বলেন, পৌরসভার বিভিন্ন এলাকার কয়েকটি রাস্তার সংস্কারের কথা তুলে ধরেন এবং আমাদের বড় ধর্মীয় অনুষ্ঠান শিব চতুর্দ্দশী মেলা সুন্দরভাবে পালনে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। মেলা চলাকালীন সময় সবধরনের সহযোগিতা চান মেলা কমিটির নেতারা।
এই মেলায় আয়োজকরা ধারণা করছেন ১৫ লাখ দর্শণার্থীর আগমন ঘটবে। দেশের বিভিন্ন স্থান থেকে সীতাকুণ্ডে পুণ্যার্থী বহনকারী এক হাজারের অধিক বাস আসবে বলে ধারণা করছেন।