বিলেতের আয়না ডেক্স :- মেট্রোরেল ব্যবহারে সবাই যত্নবান হতে হবে , মেট্রোরেল করতে বাঁধা এসেছিল – প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যেকটা কাজে বাধা দেওয়া দেশের কিছু মানুষের চরিত্র। শুধু পদ্মা সেতু নয়, মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল। তিনি মেট্রোরেল ব্যবহারে যত্নবান হওয়ার তাগিদ দেন।
আজ সোমবার (৯ জানুয়ারি) দুপুরে মন্ত্রিসভার বৈঠকে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
গত ২৮ ডিসেম্বর বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ধাপে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে। চলতি বছরের ডিসেম্বর নাগাদ মতিঝিল পর্যন্ত চালু হওয়ার কথা রয়েছে। আর ২০২৫ সালের মধ্যে মেট্রোরেল যাবে কমলাপুর পর্যন্ত।
সরকারপ্রধান আজ আবারও মেট্রোরেল ব্যবহারে যত্নবান হওয়ার তাগিদ দেন। তিনি বলেন, ‘মেট্রোরেল ব্যবহারকারীদের যত্নের সঙ্গে চলাচল করতে হবে। রাষ্ট্রীয় এই সম্পদের গুরুত্ব বুঝতে হবে।’
এ সময় বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করে দেওয়া হবে বলে জানান শেখ হাসিনা। হজযাত্রী এবং সাধারণ মানুষের সুবিধার জন্যই এই উদ্যাগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মেট্রোরেল ব্যবহারে সবাই যত্নবান হতে হবে , মেট্রোরেল করতে বাঁধা এসেছিল – প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Share:
Facebook
Twitter
Pinterest
LinkedIn
পপুলার
আওয়ামী লীগ জনগণকে দিতে আসে, নিতে নয়।
এপ্রিল ১১, ২০২৪
ঈদের দিন হামাস নেতার ছেলে ও নাতি নিহত ।
এপ্রিল ১১, ২০২৪
জিম্মি জাহাজে আব্দুল্লাহর মধ্যে ঈদের নামাজ আদায় করলেন নাবিকরা।
এপ্রিল ১১, ২০২৪