শরীয়তপুরে “শেখ হাসিনা কৃষি বিশ্ব বিদ্যালয় ” অনুমোদিত হলো।

বিলেতের আয়না ডেক্স :- শরীয়তপুরে “শেখ হাসিনা কৃষি বিশ্ব বিদ্যালয় ” অনুমোদিত হলো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে শরীয়তপুরে স্থাপিত হবে ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’। এ লক্ষ্যে ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২২’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‌‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন’–এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ বৈঠক। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান নতুন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, শরীয়তপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। সে বিশ্ববিদ্যালয়ের নাম হবে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের নবম কৃষি বিশ্ববিদ্যালয় হবে। এ আইটি আজ মন্ত্রিসভায় উপস্থাপন হয় ও বিস্তারিত আলোচনা শেষে সবার সম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।
মাহবুব হোসেন বলেন, অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয় আইনের মতোই হবে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন।
মন্ত্রিপরিষদ সচিব হিসেবে এটিই মো. মাহবুব হোসেনের প্রথমবার মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়া তাঁর।

আরও পড়ুন:  বিএনপি রাষ্ট্র কাঠামো গঠন মেরামতের জন্য ২৭টি রপরেখা ঘোষণা করেছে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top