আওয়ামী লীগের ৮ বিভাগে সাংগঠনিক ও যুগ্ম সম্পাদকের দায়িত্ব বন্টন।

বিলেতের আয়না ডেক্স :- আওয়ামী লীগের ৮ বিভাগে সাংগঠনিক ও যুগ্ম সম্পাদকের দায়িত্ব বন্টন।

আওয়ামী লীগের ৮ বিভাগের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের যুগ্মসাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব বন্টন করেছেন। তবে দায়িত্বে তেমন পরিবর্তন আসেনি। অর্থাৎ ২১তম সম্মেলনে যাদের যে বিভাগে দায়িত্ব ছিলো, ২২তম সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হওয়া নেতাদের দায়িত্ব একই বিভাগে হয়েছে।
সে হিসেবে চার যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের দায়িত্ব পেয়েছেন ড. হাছান মাহমুদ। মাহবুব-উল-আলম হানিফ পেয়েছেন সিলেট ও চট্টগ্রাম বিভাগের দায়িত্ব। আ ফ ম বাহাউদ্দিন নাছিম দলের হয়ে পালন করবেন খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব। আর ডা. দীপু মণি পেয়েছেন ঢাকা ও ময়মনসিংহ বিভাগ।
দলটির আট সাংগঠনিক সম্পাদকের মধ্যে আহমদ হোসেন সিলেট বিভাগ, বিএম মোজাম্মেল হক খুলনা, আবু সাঈদ আল মাহমুদ স্বপন চট্টগ্রাম, এসএম কামাল হোসেন রাজশাহী, মির্জা আজম ঢাকা, অ্যাডভোকেট আফজাল হোসেন বরিশাল, শফিউল আলম চৌধুরী নাদেল ময়মনসিংহ ও সুজিত রায় নন্দী রংপুর দায়িত্ব পেয়েছেন। সিলেট এর আগে সাবেক সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক দায়িত্বে ছিলেন। তবে ২২তম সম্মেলনে তিনি সাংগঠনিক পদ থেকে বাদ পড়েন। তার স্থানে সুজিত রায় নন্দী সাংগঠনিক দায়িত্ব পান।

আরও পড়ুন:  ইন্টারনেট আসক্তিকে পাঠ্যাভাসে পরিণত করবে ‘লেটস রিড’

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top