ভিক্টোরী ডে মেমোরিয়াল এওয়ার্ড” পেলেন চট্টবাণী সম্পাদক নুরুল কবির

বিলেতের আয়না ডেক্স :- মো:শাহজালাল রানা,চটগ্রাম বিভাগীয় ব‍্যুরো প্রধান

ভিক্টোরী ডে মেমোরিয়াল এওয়ার্ড” পেলেন চট্টবাণীসম্পাদক নুরুল কবির

“ভিক্টোরী ডে মেমোরিয়াল এওয়ার্ড-২০২২” অর্জন করেছেন চট্টবাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক, এন কবির গ্রুপের চেয়ারম্যান হাজী মোঃ নুরুল কবির। ব্যবসা-অর্থনীতি এবং সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় তাকে এই এওয়ার্ড দেওয়া হয়।

শুক্রবার ৩০ ডিসেম্বর এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট ও অগ্রগ্রামী মিডিয়া ভিশনের আয়োজনে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে ব্যবসা-অর্থনীতি এবং সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় তাকে এওয়ার্ড প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা।

আরও পড়ুন:  যুক্তরাজ্যে বাংলা দেশের নারীদের ভিসা ও বৃত্তি দেওয়ার আহবান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

এওয়ার্ড প্রাপ্তির পর অনুভুতি ব্যক্ত করে সাপ্তাহিক চট্টবাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও এন কবির গ্রুপের চেয়ারম্যান হাজী মোঃ নুরুল কবির বলেন, যেকোন অর্জন-ই আনন্দের।আমি নিজ দায়িত্ববোধ থেকে চুপিসারে কাজ করতে পছন্দ করি। তবে, চট্টগ্রামের মানুষ হয়ে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে এওয়ার্ড প্রাপ্তি সত্যিই গর্বের। এই সম্মান আমার চট্টগ্রামবাসীর সম্মান। এই সম্মাননা প্রাপ্তিতে আমার দায়িত্ব আরো বেড়ে গেলো। আমি এই এওয়ার্ড চট্টগ্রামবাসীকে উৎসর্গ করলাম।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top