ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ১৫ পদের ১৪টিতেই জিতল আওয়ামীপন্থী নীল দল।

বিলেতের আয়না ডেক্স :- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ১৫ পদের ১৪টিতেই জিতল আওয়ামীপন্থী নীল দল।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৩ -এ ১৫টি পদের মধ্যে ১৪টিতে জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল। অন্যদিকে, শুধু সহ-সভাপতি পদে জয় পেয়েছেন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের অধ্যাপক লুৎফর রহমান। এ পদে নীলদলের প্রার্থী ছিলেন অধ্যাপক ড. লাফিফা জামাল।
বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালক ও ফার্মেসি অনুষদের ডীন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচনে আগামী এক বছরের জন্য শিক্ষক সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নীলদলের অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া। তিনি পেয়েছেন ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম পেয়েছেন ৩৮৪ ভোট।
নীলদের অপর বিদ্রোহী প্রার্থী অধ্যাপক ড. আ.ক. ম জামাল উদ্দিন পেয়েছেন ১৩২ ভোট।  সহ-সভাপতি পদে অধ্যাপক লুৎফর রহমান ৬৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড.লাফিফা জামাল পেয়েছেন ৬৩২ ভোট।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. জিনাত হুদা পেয়েছেন (ভোট ৭১২)।
এ পদে সাদাদলের অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান পেয়েছেন ৫৮১ ভোট। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ড. মাসুদুর রহমান ৮২৮; নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদাদলের ড. মহিউদ্দিন ৪৬১ ভোট পেয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক আবু খালেদ মো. খাদেমুল হক ৮৪৫। এ পদে সাদাদলের প্রার্থী দেবাশীষ পাল পেয়েছেন ৩৬৬ ভোট।  ১০ টি সদস্য পদে নির্বাচিতরা হলেন- অধ্যাপক ড. জিয়াউর রহমান (প্রাপ্ত ভোট ৮৮২), অধ্যাপক আবু জাফর মো. শফিউল আলম ভূঁইয়া (৮৪০ ভোট), ড. আমজাদ আলী (৮২৮ ভোট), ড. চন্দ্রনাথ পোদ্দার (৮০৩ ভোট) ড. শারমিন মূসা (৮০১ ভোট), অধ্যাপক কামরুল হাসান(৭৬৯ ভোট)  অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান(৭৬৩ ভোট), ড. একেএম সাইফুল ইসলাম খান (৭২৮ ভোট),  ড. মাকসুদুর রহমান (৭২৭ভোট) এবং অধ্যাপক মোহাম্মদ আলী আক্কাছ (৭০৮ ভোট)।

আরও পড়ুন:  গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top