হাটহাজারীতে বিরল প্রজাতির বন বিড়াল উদ্ধার

বিলেতের আয়না ডেক্স :- অরুণ বৈষ্ণব, হাটহাজারী চট্টগ্রাম।

হাটহাজারীতে বিরল প্রজাতির বন বিড়াল উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে বিরল প্রজাতির বন বিড়াল উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার মাদার্সা ইউনিয়নের আকবরীয়া স্কুল এলাকা থেকে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদেরের নেতৃত্বে এই বিরল প্রজাতির প্রাণীটি উদ্ধার করা হয়।

রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের একটি টিম ও ডাবলু এসআরটিবিডি সহযোগিতায় সারে ৩ ফুট দৈর্ঘ্যের ও সারে ৩ কেজি ওজনের বনবিড়ালটি উদ্ধার করা হয়। আজ বুধবার সকালে বন বিভাগের আওতায়ধীন এলাকায় অবমুক্ত করা হয়।

আরও পড়ুন:  বিএনপি রাষ্ট্র কাঠামো গঠন মেরামতের জন্য ২৭টি রপরেখা ঘোষণা করেছে।

এসময় অফিস সহকারী আশুতোষ দাশ, এফজি মো. শাহজালাল মিয়া, এফজি মিলন মণ্ডলসহ ডাবলু এসআরটিবিডির সদস্যবৃন্দ সহযোগিতা করেন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top