বিলেতের আয়না ডেক্স :- রাউজান প্রতিনিধি
ওমান প্রবাসী রাউজানের জসিম উদ্দিন সিআইপি মনোনীত রাউজান প্রেস ক্লাবের সংবর্ধনা
চট্টগ্রাম সমিতি ওমানের ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ স্যোসাল ক্লাব ওমানের সাবেক কার্যনির্বাহী সদস্য এস.এম. জসিম উদ্দিন সিআইপি মনোনীত হওয়ায় রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে ২৮ ডিসেম্বর বুধবার দুপুরে নগরীর একটি স্বনামধন্য রেস্টুরেন্টে সংবর্ধনা দেওয়া হয়।
রাউজান প্রেস ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।
সভায় স্বাগত বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দিন মিয়াজি, সহ সম্পাদক জাহানগীর সিরাজ তালুকদার সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান,আইন বিষয়ক সম্পাদক একে বাবর, দপ্তর সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী প্রমুখ। সভা শেষে এস.এম. জসিম উদ্দিন সিআইপিকে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০২০ সালের জন্য ৬৭ জন প্রবাসী বাংলাদেশিকে সিআইপি (কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন) নির্বাচিত করেছে সরকার।
গত ১৪ ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
এর মধ্যে ‘বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনাবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে ৫৭ জন ও ‘বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনাবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে ১০জন সিআইপি হয়েছেন। তাদেরই একজন ওমান প্রবাসী ব্যবসায়ী এস. এম. জসিম উদ্দিন। তিনি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোহাম্মদীয়া সমাজে সৈয়দ মতিউল্লাহ মিয়াজির বাড়ি মৃত হাজী সৈয়দ আবদুল হাকিমের ছেলে। ৩ ভাই ৪ বোনের মধ্যে সবার বড়। তিনি ১৯৯০ সালে ২১ বছর বয়সে জীবিকা নির্বাহের উদ্দেশ্যে ওমান গমন করেন।
১৯৯৪ সালে ফারিদ আল হাজরি ট্রেড. এলএলসি নামে নিজের ব্যবসা শুরু করেন। তিনি এলাকার সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে বিশেষ অবদান রাখেন।