রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন জাতীয় পাটির মোস্তাফিজার রহমান মোস্তফা।

বিলেতের আয়না ডেক্স :- রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন জাতীয় পাটির মোস্তাফিজার রহমান মোস্তফা।

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ২২৯ কেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফল পাওয়া গেছে। ফলাফলে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট।

হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট। এ ছাড়া আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট।

আরও পড়ুন:  আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর।


এ ছাড়া বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী আবু রায়হান ১০ হাজার ৫৪৯ ভোট, জাকের পার্টির গোলাপ প্রতীকের প্রার্থী খোরশেদ আলম খোকন ৫ হাজার ৮০৯, জাসদের (ইনু) মশাল প্রতীকের প্রার্থী শফিয়ার রহমান ৫ হাজার ৮০৯ ভোট, খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী তৌহিদুর রহমান মন্ডল ২ হাজার ৮৬৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকের মেহেদি হাসান বনি ২ হাজার ৬৭৯ ভোট পেয়েছেন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top