এখন থেকে ৩০ডিসেম্বর প্রবাসী দিবস পালন করা হবে।

বিলেতের আয়না ডেক্স :- এখন থেকে ৩০ডিসেম্বর প্রবাসী দিবস পালন করা হবে।

এখন থেকে প্রতি বছরের ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস (ন্যাশনাল এক্সপ্যাট্রিয়েটস ডে) উদযাপন করা হবে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, মন্ত্রিসভা জাতীয় প্রবাসী দিবস ঘোষণা করেছে। অভিবাসী দিবসের পাশাপাশি ৩০ দিবস প্রবাসী দিবস সারাদেশে এমনকি সারা পৃথিবীতে যেখানে প্রবাসী ভাই-বোনেরা রয়েছেন তাদের নিয়ে এ দিবসটি পালন করা হবে। এ দিবসে প্রবাসীদের জন্য আমরা কী কী কার্যক্রম গ্রহণ করছি, সে বিষয়গুলোর প্রচার-প্রচারণা হবে।
তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে ২১টি অনলাইন সেবা চিহ্নিত করেছি। এ ২১টি সেবা প্রবাসীরা দূতাবাস বা মিশন থেকে নিতে পারবেন। সে সঙ্গে যদি এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধাটা যদি থাকে। বিভিন্ন দেশের শ্রমিক হাবগুলোতে ডিজিটাল সার্ভিস করবো, সেখানে এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধা থাকবে। যে ২১টি অনলাইন সেবা রয়েছে, সেগুলো কীভাবে দেওয়া যায়, সে লক্ষ্য নিয়ে কাজ করবো। কিছু নির্দেশনাও এসেছে।

আরও পড়ুন:  কার ভাগ্যে চট্টগ্রাম টেস্ট

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top