হাটহাজারীতে সংরক্ষিত বনের কাঠ কেটে পাচারের সময় গাড়িসহ আটক ৪

বিলেতের আয়না ডেক্স :- অরুণ বৈষ্ণব, হাটহাজারী চট্টগ্রাম

হাটহাজারীতে সংরক্ষিত বনের কাঠ কেটে পাচারের সময় গাড়িসহ আটক ৪

হাটহাজারী রেঞ্জাধীন সর্তা বন বিটের সরকারী রক্ষিত বনের জঙ্গল খিরাম মৌজার ইউসুফের ডুরী নামক এলাকায় ২০১১-২০১২ অর্থ বছরে সৃজিত দীর্ঘমেয়াদী বাগানে আকাশমনি গাছ কেটে পাচার করার সময় জীপগাড়ীসহ (ঢা:মে:গ-০৬-০০৩৮) ৪ জনকে আটক করে বনবিভাগ।

শনিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াই টার দিকে ১৩২.০ ঘনফুট আকাশমনি কাঠ ভর্তি জীপগাড়ি আটক করা হয়।

২৪/১২/২০২২ খ্রীঃ দিবাগত রাত অানু: ২:৩০ ঘটিকার সময়

চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন,

গোপন সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক মো:মোস্তফা অাল হোসাইন,সহকারী বন সংরক্ষক,রেঞ্জ কর্মকর্তা, হাটহাজারী রেঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় মো: ফজলুল কাদের চৌধুরী,সহযোগী রেঞ্জ কর্মকর্তা,হাটহাজারী রেঞ্জ, ডিপো কর্মকর্তা,নাজিরহাট ডিপো, বিট কর্মকর্তা,সর্তা বিট, বিট কর্মকর্তা,মন্দাকিনী বিট, বিট কর্মকর্তা শোভনছড়ি বিট ও সঙ্গীয় স্টাফসহ হাটহাজারী রেঞ্জাধীন সর্তা বন বিটের সরকারী রক্ষিত বনের জঙ্গল খিরাম মৌজার ইউসুফের ডুরী নামক এলাকায় ২০১১-২০১২ অর্থ বছরে সৃজিত দীর্ঘমেয়াদী বাগানে সাড়াঁশি অভিযান চালিয়ে অাকাশমনি গাছ কাটার সময় এবং পরিবহনের উদ্যোশে জীপগাড়ী নং-ঢা:মে:গ-০৬-০০৩৮ বোঝাই অবস্থায় চার(০৪)জন অাসামী হাতে নাতে ধৃত করা হয় এবং ঘটনাস্থল হইতে সদ্য কর্তিত ১৩২.০ ঘনফুট অাকাশমনি জ্বালানীকাঠ,ছেও করাত ২ টি,কুড়াল ১টি জব্দ করা হয়। এ ব্যাপারে পি,ও,অার বন মামলা দাখিল পূর্বক ধৃত অাসামী বিজ্ঞ অাদালতে সোপর্দ করা হয় এবং জীপগাড়ীসহ জব্দকৃত মালামাল নাজিরহাট ডিপো হেফাজতে রাখা হয় ।

আরও পড়ুন:  সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা রাজনীতির ৫০ বছর পূর্তিতে নাগরিক সংবর্ধনা।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top