রাশিয়ার একটি বৃদ্ধাশ্রমে আগুন ২২ জন নিহত।

বিলেতের আয়না ডেক্স :- রাশিয়ার একটি বৃদ্ধাশ্রমে আগুন ২২ জন নিহত।

রাশিয়ার পশ্চিম সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো শহরে একটি বেসরকারি বৃদ্ধাশ্রমে আগুনের ঘটনায় অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) এ অগ্নিকাণ্ড ঘটে।
শনিবার (২৪ ডিসেম্বর) দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা স্পুটনিক।
ইমারজেন্সি সার্ভিস বলেছে, মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দোতলা কাঠের বাড়িটির আগুন নিয়ন্ত্রণে আসে। বৃদ্ধাশ্রমটি অবৈধ ছিল। সেখানকার সুরক্ষা ব্যবস্থায় অবহেলার অভিযোগে এরই মধ্যে একটি মামলা দায়ের হয়েছে।
রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, অগ্নিকাণ্ডের স্থানে উদ্ধারকারীরা তীব্র শীতের মধ্যেই কাজ চালিয়ে গেছেন।
কেমেরোভোর গভর্নর সের্গেই সিভিলেভ বলেন, আগুনের ঘটনার পর অঞ্চলটির সব নার্সিং হোম পরীক্ষা করা হবে। টেলিগ্রামে তিনি বলেন, আমরা এ ধরনের সব প্রতিষ্ঠান পরিদর্শন করবো, বিশেষভাবে বেসরকারিগুলো। এক সপ্তাহের মধ্যে পরিদর্শন শেষ হবে।
কর্তৃপক্ষের ধারণা, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভবনটিতে থাকা অনেকগুলো হিটারের কারণে বৈদ্যুতিক তারে আগুন ধরে যায় বলে মনে করছেন তারা।
নিবন্ধনহীন এই বৃদ্ধনিবাসটিতে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। বৈধ বৃদ্ধনিবাসগুলোতে অগ্নিনির্বাপণের ব্যবস্থা থাকা বাধ্যতামূলক।
অনিবন্ধিত বৃদ্ধনিবাসগুলোকে সরকারিভাবে ‘ব্যক্তিগত সম্পত্তি’ বলে গণ্য করায় সেগুলো পরিদর্শনের আওতায় থাকে না।

আরও পড়ুন:  সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top