বিলেতের আয়না ডেক্স :- আর্জেন্টিনার ব্যাংক নোটে থাকবে মেসির ছবি।
৩৬ বছরের অপেক্ষার পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন লিওনেল মেসির দল আর্জেন্টিনা। নায়কের ভূমিকায় ছিলেন মেসি । ১৯৮৬’র পর ২০২২’এ এসে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা ফুটবল দল । আর্জেন্টিনার এই বিশ্বজয়ের নায়কের ভূমিকায় ছিলেন মেসি।এবার বিশ্বের সেই নায়ককেই দেওয়া হচ্ছে বিশেষ সম্মান। আর্জেন্টিনার ব্যাংক নোটে জায়গা পেতে যাচ্ছেন আর্জেন্টিনা ফুটবলের এই মহানায়কের ছবি ।
ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের এক প্রতিবদেনে জানা গেছে, আর্জেন্টিনার ১০০০ পেসোর নোটে থাকবে মেসির ছবি।
আর্জেন্টিনার ফাইন্যান্সিয়াল গভর্নিং বডি বিশ্বকাপ জয়ের মতো এতো বড় জাতীয় অর্জনকে স্মরণীয় করে রাখতেই ব্যাংক নোটে মেসির ছবি সংযুক্ত করতে চাচ্ছে।
১০০০ পেসোর নোটের এক পাশে থাকবে মেসির ১০ নম্বর জার্সি পরিহিত একটি ছবি।মেসির স্বাক্ষরও থাকবে সেখানে। তার নিচে লেখা থাকবে ‘কাতার-২০২২’ এবং লিওনেল মেসির নাম। নোটের অন্য পাশে থাকবে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর আর্জেন্টিন দলের উল্লাসের ছবি।