সীতাকুণ্ডে জামান ইন্টারন্যাশনালের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিলেতের আয়না ডেক্স :- সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডে জামান ইন্টারন্যাশনালের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে জামান ইন্টারন্যাশনাল হজ্ব এজেন্সির উদ্যােগে সীতাকুণ্ডে হজ্ব যাত্রীদের নিয়ে একটি সময় উপযোগী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সীতাকুণ্ড বাজারস্থ রাঁজবাড়ী রেষ্টুরেন্টে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই সময় নবাগত হজ্ব যাত্রীদের পবিত্র ওমরা পালনের সঠিক নিয়ম কানুন দেখানো হয়।

প্রশিক্ষণ কর্মশালায় জামান ইন্টারন্যাশনাল এর স্বত্তাধীকারী আলহাজ্ব মোঃ নুরুজ্জামান এর সভাপত্বিতে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন আব্দুল হালিম হিলারী, নুরুল আলম জিহাদী, হাফেজ মাওলানা শাহাদাত হোসেন, জিয়া উদ্দীন বাবলু, মাওলানা নিজাম উদ্দিন, হাফেজ মাওলানা আব্দুল ওয়াদুদ। এসময় অভিজ্ঞতা শেয়ার করে বক্তব্য রাখেন গত কাফেলা হাজী মাওলানা আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ইব্রাহীম খলিল সহ প্রমুখ।

আরও পড়ুন:  বিশ্বনাথ পৌর সভার প্রথম মেয়র মুহিবুর রহমান।

সভাপতির বক্তব্যে জামান ইন্টারন্যাশনালের স্বাতাধীকারী আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বলেন, সীতাকুণ্ডের এই জনপদে দীর্ঘদিন যাবত আমরা সুনামের সহিত সম্মানিত হাজ্বীদের সেবা প্রদান করে যাচ্ছি। এখনো পর্যন্ত আমরা সুনাম ধরে রাখতে সক্ষম হয়েছি, ভবিষ্যতেও এসেবা অব্যাহত থাকবে।

হজ্ব যাত্রী ইব্রাহীম খলিল বলেন, হজ্বের আগে এই প্রশিক্ষণ তাদের নির্ভুল ও সহি শুদ্ধ ভাবে হজ্বের ফরজ ও সুন্নাত গুলো পালনে সাহায্য করবে। জামান ইন্টালন্যাশনাল একটি সুশৃঙ্খলিত ও বৈধ এজেন্সি। সীতাকুণ্ডে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত এই সেবা প্রদান করে আসছে। সবকিছু সুন্দরভাবে আয়োজন করার জন্য হাজ্বীদের পক্ষ থেকে এজেন্সি কে ধন্যবাদজ্ঞাপন করেন তিনি ।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top