হাটহাজারীতে অবৈধভাবে পোড়ানো হচ্ছে বনের কাঠ ও মাটি, হুমকির মুখে পরিবেশ।

বিলেতের আয়না ডেক্স :- অরুণ বৈষ্ণব, হাটহাজারী চট্টগ্রাম।

হাটহাজারীতে অবৈধভাবে পোড়ানো হচ্ছে বনের কাঠ ও মাটি, হুমকির মুখে পরিবেশ।

চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলার চারপাশে সবুজ গাছপালা আর বসতবাড়ির মাঝেই গড়ে তোলা হয়েছে ইটভাটা। আর এসব ভাটায় ইট প্রস্তুতে গণহারে পোড়ানো হচ্ছে বিভিন্ন বনের কাঠ।
আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অর্ধশতাধিক অবৈধ ইটভাটা। যেখানে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে পাহাড়ি ও কৃষি জমির মাটি। ফলে একদিকে কোটি কোটি টাকার বনজ ও কৃষিজ সম্পদ ধ্বংস হচ্ছে। অন্যদিকে মারাত্মক দূষণের ফলে হুমকির মুখে পড়ছে প্রাকৃতিক পরিবেশ ও ভারসাম্য। আর রাতারাতি কোটিপতি হয়ে উঠছে ইটভাটার মালিকরা।

স্থানীয়রা জানান, হাটহাজারী উপজেলার সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে যেসব ইটভাটা স্থাপন করা হয়েছে এরমধ্যে মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার পশ্চিমে ২২টি, কাটিরহাট ও শান্তিরহাটে ২টি, ফতেয়াবাদ ও চৌধুরীহাটে ৫টি ইটভাটার অধিকাংশেরই পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। ইটভাটায় প্রশাসনের উপস্থিতি টের পাওয়ার জন্য ইটভাটার মালিক সমিতি প্রায় ইটভাটায় সিসি ক্যামেরা দ্বাধা নিয়ন্ত্রণ করেন। সংরক্ষিত এলাকায় ইটভাটা স্থাপন করলে ৫ বছরের কারাদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ডের বিধান থাকলেও প্রশাসনিকভাবে তা কার্যকর করা হচ্ছে না রহস্যজনক কারণে। এমন অভিযোগ স্থানীয় সচেতন মহলের।
সরজমিন ঘুরে দেখা যায়, উপজেলার সংরক্ষিত বনাঞ্চল, পাহাড়, জনবসতি ও শিক্ষাপ্রতিষ্ঠান ঘেঁষেও রয়েছে বেশ কিছু ইটভাটা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইটভাটার মালিক বলেন, সরকারি সব বিভাগকে টাকা দিয়ে ম্যানেজ করে ইটভাটার কাজ করি। শুধু তাই নয়, ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক নেতা, বিভিন্ন সংগঠন, নানা ধরনের অনুষ্ঠানে চাঁদা দিতে হয়। এসব টাকা দেয়ার ক্ষেত্রে কোনো রশিদ দেয়া হয় না।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার কোনোভাবেই কাম্য নয়, এটা সম্পূর্ণ অবৈধ এবং যেসব ইটভাটার ছাড়পত্র নেই বা পরিবেশ আইন অমান্য করে ইট তৈরি করছে, তদন্ত করে অভিযুক্ত ইটভাটার বিরুদ্ধে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফেরদৌস আনোয়ার বলেন, পুরো চট্টগ্রামে ৫% ইটভাটার অনুমোদন থাকতে পারে। সে হিসাবে হাটহাজারী এলাকায় কোনো ইটভাটার অনুমোদন নাই বললেই চলে। শিগগিরই হাটহাজারীতে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হবে।

আরও পড়ুন:  ২০২৪ সালের নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য জনগণের কাছে আহবান জানিয়েছেন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top