আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে(আইআইইউসি) বিশ্ব আরবি ভাষা দিবস পালিত”

বিলেতের আয়না ডেক্স :- শাহজালাল রানা- চট্টগ্রাম বিভাগীয় ব‍্যুরোচীফ

“আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে(আইআইইউসি) বিশ্ব আরবি ভাষা দিবস পালিত”

শাহজালাল রানা- চট্টগ্রাম বিভাগীয় ব‍্যুরোচীফঃ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে বিশ্ব আরবি ভাষা দিবস পালিত হয়। ২০১২ সাল থেকে প্রতি বছর ১৮ ডিসেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কোর উদ্যোগে দিবসটি পালিত হয়।
এই বছর দিবসটির প্রতিপাদ্য হলো, ‘মানব সভ্যতা ও সংস্কৃতিতে আরবি ভাষার অবদান।’
দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ‘আরবি ভাষা ও সাহিত্য বিভাগ’।
বেলা ১২:০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মানব সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ও কল্যাণে আরবি ভাষার গুরুত্ব এবং এর শিক্ষাদান পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভা শেষে অডিটোরিয়াম থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
উক্ত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মান্যবর ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মছরুরুল মাওলা, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ূন কবির, রেজিস্ট্রার জনাব আ ফ ম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর জনাব ইফতেখার উদ্দিন চৌধুরী সহ বিভিন্ন ফ্যাকাল্টির ডিন ও বিভাগের চেয়ারম্যান ও ডিরেক্টর বৃন্দ।
আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত চেয়ারম্যান ড. মুহাম্মাদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত র‌্যালি দুপুর ০১:৩০ মিনিটে আরবি বিভাগের সামনে এসে সমাপ্ত হয়।

আরও পড়ুন:  শর্ত সাপেক্ষে বিএনপি কে সমাবেশের অনুমতি দেওয়া হবে --স্বরাষ্ট্র মন্ত্রী।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top