মহান বিজয় দিবস উপলক্ষে শহিদবেদীতে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

বিলেতের আয়না ডেক্স :- সীতাকুণ্ড প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে শহিদবেদীতে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবস উপলক্ষে শহিদবেদীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা কেন্দ্রীয় শহিদবেদীতে
রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন ও সাংবাদিক এমরানুল ইসলাম মুকুলের নেতৃত্বে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যগণ শহীদবেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে দুপুর ১২টার দিকে রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল ইসলাম মুকুলের পরিচালনায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মুহাম্মদ ইউছুপ খাঁন বলেন, জাতির পিতা ব্ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লক্ষ শহিদ ও দুই লক্ষ মা-বোনের ইজ্জত হননের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। এই স্বাধীনতা কে ছিনিয়ে নেওয়ার জন্য পাকিস্তানী হানাদার বাহিনী ও মার্কিন সাম্রাজ্যবাদ বহু চেষ্টা করেছে এবং ৭৫ এর ১৫ আগস্ট জাতির জনকের সহ-পরিবারকে হত্যা করেছে। এখনও পর্যন্ত পাকিস্তানী হানাদার বাহিনী ও মার্কিন সাম্রাজ্যবাদের এদেশের লেজুর ভিত্তিক যারা রয়েছে তারা এখনও পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতাকে কুক্ষিগত করার চেষ্টা করছে। আজকে আমরা ৫১তম বিজয় দিবসে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের প্রিয় সংগঠন এই রিপোর্টার্স ক্লাব। আমরা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি।আমরা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সীতাকুণ্ডবাসী কে জানাতে চাই বাংলাদেশের যে স্বাধীনতা এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য রিপোর্টার্স ক্লাব কাজ করবে। বাংলাদেশ সরকার এবং জনগণের সাথে আমাদের বন্দন টাকে সুদৃঢ় করে সীতাকুণ্ড গণমানুষের কল্যাণে আমরা কাজ করে যাবো। সীতাকুণ্ডের যেখানে জনদূর্ভোগ থাকবো, অন্যায়, অত্যাচার, জুলুম থাকবে সেখানে আমরা প্রতিবাদের ভাষাস্বরুপ রিপোর্টার্স ক্লাবের আমরা যারা সংবাদকর্মী রয়েছে আমরা সীতাকুণ্ডের গণমানুষের কথা বলবো।
এসময় উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য টিপু দাশ গুপ্ত, কামরুজ্জামান কামরুল, এম কে মনির, রেজাউল হোসেন পলাশ, ফারহান সিদ্দিক, ইমাম হোসেন ইমন, মামুনুর রশিদ মাহিন, মহিউদ্দিন, জয়নাল আবেদীন, এ কে অপু, শেখ নাদিম, আব্দুল মামুন, মামুনুর রশিদ, সাজ্জাদ হোসেন প্রমুখ।

আরও পড়ুন:  দুই জঙ্গি কোট থেকে পলাতক। ২০ লক্ষ টাকা পুরষ্কার।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top