যত গর্জে তত বর্ষেনা -প্রসঙ্গ মাদরাসা শিক্ষা

বিলেতের আয়না ডেক্স :-চৌধুরী হাফিজ আহমদ

যত গর্জে তত বর্ষেনা -প্রসঙ্গ মাদরাসা শিক্ষা

ইসলামি শিক্ষা কে নিয়ে কিছু তথাকথিত দল ও নেতৃত্ব সস্তা জনপ্রিয়তা র লক্ষে নানা চমকপ্রদ কথা বলতেছেন এবং তা নিয়ে ফেইসবুকে শেয়ার দিচ্ছেন , এইটাই বুঝাতে চাচ্ছেন যে মুই কি হনুরে – অথচ এরাই ইউরুপ আমেরিকায় বিড়ালের মত মিউ মিউ করে প্রতিস্টান চালান , উচ্চবাচ্য কথা তো দূরে থাক একদম ইয়েস স্যার ইয়েস স্যার বলে সকল বাতিল শিক্ষানীতি মেনে চলেন , কিন্তু বাংলাদেশে বাঘ নাই মুল্লুকে শিয়ালের মত অবস্তা , ১৯৮২ থেকে আমি দেখেছি বাংলাদেশে ইসলামি শিক্ষা নিয়ে নানা ষড়যন্ত্রের কথা , আমি তখন সবেমাত্র মাদরাসা ই আলিয়া সিলেটে ভর্তি হয়েছি দাখিলে , তখন ছিল সরব তালাবায়ে আরাবিয়া – তাহাদের কর্মসূচীতে দেখতাম ইসলামি শিক্ষার ব্যাপারে নানা শঙ্কা র কথা – এর পরে আলহামদুলিল্লাহ আজ তক শুনছি ই গর্জন – কিন্তু কোন অর্জন নাই এর কারন হচ্ছে ভিতরে ভিতরে সবাই ইহুদীবাদ ও খ্রিষ্ট বাদের পক্ষে , নতুবা আজকের বাংলাদেশে কেন সতন্ত্র মাদরাসা শিক্ষা ব্যবস্তা থাকবেনা ? এত পীর মাশায়েখ আলেম উলামার বিচরন অথচ ইসলামের মৌলিক শিক্ষা অনুপস্তিত – যা আছে তা হচ্ছে এক আলেম আরেক আলেম কে তৈল মালিশ করছেন এক পীর আরেক পীরের পদলেহন করছেন – আল ইসলামু হাক্কুন এর পক্ষে কম লোক – আল কুফ্রু বাতিল এর পক্ষে বেশী সংখ্যায় । সস্তা জনপ্রিয়তার জন্য যে সব গর্জন হয় এতে অর্জন যে শুন্য এর ভুরি ভুরি প্রমান ইতিহাসে রয়েছে , এখন সেই বুলি আওরায়ে আর লাভ নাই , কেননা সত্য সমাগত এবং মিথ্যা দূরীভূত , ইসলামি শিক্ষাকে যেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আল আমিন হিফাজত করবেন বলে ঘোষণা দিয়েছেন সেখানে অমুক তমুকের গর্জন হুঙ্কার ইদুরের দৌড়ের মতই , মাদরাসা ও কোরআনের শিক্ষা কে যাহারা বাপ দাদাদের সম্পদে পরিনত করে পেট্রো ডলার কামাতে ব্যস্ত তাহাদের মুখে জিহাদ এর ডাক খুব কুৎসিত লাগে , যাহারা প্রতিস্টিত হতে অগণিত লোকদের অবদান খুব সহজে ভুলে যায় তাহাদের প্রতি ঘৃণা ই সমাজের তরফ থেকে আসে , ওরা ব্যবসার জন্য মরিয়া হয়ে গরীব ইয়াতিম অসহায়দের জিম্মি করে চায় নিজের ফায়দা লুটতে । মাদরাসা শিক্ষা চলছে এবং চলবে ইতিহাসের নিস্টুর তম সময়ে ও মাদরাসা শিক্ষা তার গতি হারায়নি যখন এখন ও ইনশাহআল্লাহ হারিয়ে যাবেনা , যার রক্ষাকারী খোদ আল্লাহ সেখানে আমাদের ভয় করার মত কিছু নাই , তবে আল্লাহ তায়ালা আমাদের পরিক্ষা করেন এবং পরিক্ষা দিয়েই যাচাই করেন কাহাঁরা হক্কের সাথে এবং কাহারা বাতিল , যাহারা বাতিল শক্তির সাথে আঁতাত করে চলে তাহাদের কথায় জনগন সাঁরা দেবেনা এবং দেয় ও নি , সংখ্যালঘু হয়েই থাকতে হবে । বাংলাদেশে র প্রেক্ষাপঠে আমি বলব সত্য জয়ী হবে ইনশাহ আল্লাহ , প্রয়োজন শুধু সবর ও তাকওয়ার – চন্দন কাস্টের পালঙ্কে জাযিম বেষ্টিত পশমের কম্বলে মুড়ি দিয়ে শুয়ে জিহাদ হয় না জিহাদ করতে হলে ইবরাহীমের মত আগুনেই ঝাপ দিতে হয় ।

আরও পড়ুন:  অধ্যাপক স্বপ্নীল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিন এশিয়া অঞ্চলের স্ট্র্যাটেজিক ও টেকনিক্যাল এডভাইজারী গ্রুপের সদস্য নির্বাচিত।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top