জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান

বিলেতের আয়না ডেক্স :- জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হিসেবে মনোনীত হয়েছেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

এতে বলা হয়, ডা. শফিকুর রহমান গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে রিমান্ডে থাকায় তার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হবে না। তাই জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন:  সাবেক সংসদ সদস্য ড. আলাউদ্দিন আহম্মদ আর নেই

বিবৃতিতে আরও বলা হয়, গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া শফিকুর রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কোনো গোপন সংগঠনের সাথে তার কোনো সম্পর্ক, সংশ্লিষ্টতা নেই। জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে রাজনীতি করে। ডা. শফিকুর রহমানের সকল তৎপরতা প্রকাশ্য।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top