বিশ্বকাপ কি মেসির ভাগ্যেই লেখা আছে?

বিলেতের আয়না ডেক্স :- ইয়ামিন হুসাইন

বিশ্বকাপ কি মেসির ভাগ্যেই লেখা আছে?

শঙ্কার দোলাচল ছিল অনেক। ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে আসা আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হারে সৌদি আরবের কাছে। এরপর মেক্সিকো-পোল্যান্ড বাধা পেরিয়ে আর্জেন্টিনা ওঠে দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমিলিয়ানো মার্তিনেজের টাইব্রেকার-বীরত্বে রক্ষা পায় তারা।

নেদারল্যান্ডসের বিপক্ষে যখন শেষ দিকে ২টি গোল হজম করেন মেসিরা, তখন অনেকই আর্জেন্টিনার বিদায় দেখছিলেন। তবে শেষমেশ সেটা আর হয়নি। ডাচদের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন মেসিরাই। যেভাবে একের পর এক বাধা দূর করে এই পর্যায়ে এসেছে আর্জেন্টিনা, তাতে মনে হতেই পারে, মেসিদের ভাগ্যেই যেন বিশ্বকাপটা লেখা আছে।

এমনটাই মনে করছেন এসি মিলান তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। সুইডেনের হয়ে ২০০২ ও ২০০৬ বিশ্বকাপ খেলা এই ফুটবলারের কাছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া—দুটিই কঠিন প্রতিপক্ষ। তবে তিনি মনে করছেন, মেসির জন্য বিশ্বকাপ জয়টা যেন অবধারিত। এটাই নাকি বিধাতার লিখন, ‘আমার মনে হয় ভাগ্য লিখেই রেখেছে কে বিশ্বকাপ জিতবে। বুঝতেই পারছেন কার কথা বলছি। আমার মনে হয় লিওনেল মেসির হাতে বিশ্বকাপ শিরোপা উঠবে। ভাগ্যে এটা লেখা হয়েই গেছে।

আরও পড়ুন:  শহীদ শেখ রাসেলের নৃশংস হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইনের পাশাপাশি শিশু অধিকার সনদেরও লঙ্ঘন।

এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমকের নাম মরক্কো। গ্রুপ পর্ব পার হতে পারবে কি না, এ প্রশ্নের উত্তর মেলাতে এসে সেমিফাইনালে উঠে গেছে দেশটি। প্রথম আরব দেশ ও প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন আশরাফ হাকিমিরা। মরক্কোর এ সফলতায় বিস্ময়ের কিছু দেখছেন না ইব্রা, ‘আমার মনে হয়নি এখানে বিস্ময়ের কিছু আছে। আগে থেকেই জানতাম ওরা ভালো দল। আর বিশ্বকাপে তো যেকোনো কিছুই হতে পারে। তবে তারা সেমিফাইনালে উঠেছে, এটা চমকে ওঠার মতোই অর্জন। কিন্তু মনে রাখতে হবে ওরা ভালো দল। এই চমকগুলো মানুষ পছন্দ করে, উপভোগ করে।’

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top