জলবায়ু পরিবর্তন অভিযোজনে বাংলাদেশের প্রয়োজন ২৩০ বিলিয়ন ডলার – প্রধান মন্ত্রী শেখ হাসিনা

বিলেতের আয়না ডেক্স :- জলবায়ু পরিবর্তন অভিযোজনে বাংলাদেশের প্রয়োজন ২৩০ বিলিয়ন ডলার – প্রধান মন্ত্রী শেখ হাসিনা

২০২৩-৫০ সালের জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) বাস্তবায়নের প্রচেষ্টাকে সমর্থন করতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য মোট ২৩০ বিলিয়ন ইউএস ডলার প্রয়োজন।
আজ রোববার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি ফরেন সার্ভিস একাডেমিতে যোগদান করে ‘গ্লোবাল হাব অন লোকাললি লেড অ্যাডাপটেশন’ খোলার ঘোষণা দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বক্তৃতা দেন জিসিএ চেয়ারম্যান সাবেক জাতিসংঘ মহাসচিব বান কি মুন, জিসিএ প্রধান নির্বাহী কর্মকর্তা ড. প্যাট্রিক ভারকুইজেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।
শেখ হাসিনা বলেন, আমাদের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সংস্থান থেকে আমাদের এনএপি বাস্তবায়নে ২৩০ বিলিয়ন ইউএস ডলার প্রয়োজন। বাংলাদেশ আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন থেকে অভিযোজন এবং প্রশমনের মধ্যে ৫০-৫০ বণ্টনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার এখন জিডিপির ৬ বা ৭ শতাংশ জলবায়ু অভিযোজনে ব্যয় করে এবং সম্প্রতি ২০২৩-৫০ সালের জন্য ন্যাপ চালু করেছে।

আরও পড়ুন:  শর্ত সাপেক্ষে বিএনপি কে সমাবেশের অনুমতি দেওয়া হবে --স্বরাষ্ট্র মন্ত্রী।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top