পোয়েটসপিডিয়া জীবন সম্মাননা পেলেন কবি রোকসানা হক

বিলেতের আয়না রিপোর্ট :- শ‌হিদুল ইসলাম, সিলেট প্রতি‌নি‌ধি

পোয়েটসপিডিয়া জীবন সম্মাননা পেলেন কবি রোকসানা হক

কবি রোকসানা হক আপামর বাংলার ঐতিহ্যকে ধারণ করে মানবের মুক্তির কবিতা লিখে চলেছেন-কবি কালাম আজাদ

ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ কালাম আজাদ বলেছেন, কবি রোকসানা হক ঠিক নারীবাদী নন। নির্দিষ্ট করে বলতে গেলে তাঁকে মানবতাবাদী কবি বলতে হয়। তিনি আপামর বাংলার সমস্ত ঐতিহ্যকে ধারণ করে মানবের মুক্তির কবিতা লিখে চলেছেন।

কবি রোকসানা হক’কে পোয়েটসপিডিয়া জীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে পোয়েটসপিডিয়া বাংলা রাইটার্স ক্লাব আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে কবি রোকসানা হককে জীবন সম্মাননা প্রদান করে। ‘অনুচিন্তন, জীবন সম্মাননা- কবি রোকসানা হক- সাহিত্য ও জীবনদর্শন’ শিরোনামে উক্ত অনুষ্ঠানে কবি রাহনামা শাব্বীর চৌধুরীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. এ.টি.এম মাহবুব-ই-এলাহী।

আরও পড়ুন:  লন্ডনে ১৩তম বইমেলা। ১৫, ১৬ ও ১৭ অক্টোবরের বইমেলায় সবার উপস্থিতি কামনা।

মাছুমা টফি একা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গল্পকার সেলিম আউয়াল, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমদ, সহকারী অধ্যাপক জান্নাত আরা খান পান্না, সহযোগী অধ্যাপক রাহেনা হক, কবি ও শিক্ষক ইশরাক জাহান জেলী, কবি সাবেক অধ্যক্ষ সেনুয়ারা আক্তার চিনু, কবি রওশন আরা বাঁশি, ছয়ফুল আলম পারুল, এখলাসুর রহমান ডাক্তার লোকমান হেকিম, বৃক্ষ প্রেমিক আব্দুল আফতাব, কবি শিপারা বেগম শিপা, মিহির মোহন, রিপন আহমেদ, প্রিন্সেস সোহেনা আক্তার হেনা, জুবের আহমদ সার্জন, আহমেদ সালেহ, দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমশাদ, জালাল জয়,ইফতেখার শামীম, অনিক প্রধান, তোফায়েল আহমেদ জুম্মন, ফারিয়া নাহার, উম্মে সালমা খান, আবুল আহমেদ, তাপাদার জান্নাতুল জাহরা, মকসুদ আহমেদ লাল, এমদাদ হোসেন, জাহানারা আক্তার লিলি, মাহফুজা আনিকা সুমাইয়া, সমর বড়ুয়া চৌধুরী, উৎফল বড়ুয়া, শহিদুল ইসলাম, মাহবুবা বেগম, বিশ্বনাথ দত্ত , প্রমূখ।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top