হিথ্রো বিমান বন্দরের কাছে বন্দী শিবিরে অভিবাসীদের বিক্ষোভ।

বিলেতের আয়না ডেক্স :- হিথ্রো বিমান বন্দরের কাছে বন্দী শিবিরে অভিবাসীদের বিক্ষোভ।

হিথ্রো বিমানবন্দরের কাছে অভিবাসীদের এক বন্দিশিবিরে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এতে সেখানে পানি সরবরাহও বন্ধ হয়ে যায়। ফলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন ওই অভিবাসীরা। তারা ছুরি ও হাতের কাছে পাওয়া কাঠ নিয়ে বেরিয়ে পড়েন এর চত্বরে। তাদের সংখ্যা প্রায় ১০০। এতে এক হতাশাজনক পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে দাঙ্গা পুলিশ ডাকা হয়। শুক্রবার শুরুর দিকে এ ঘটনা ঘটেছে হিথ্রোর কাছে ওয়েস্ট ড্রাইটনে হারমন্ডসওয়ার্থ ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে। এ খবর দিয়েছে বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ।  অভিবাসীদের ওই বিক্ষোভের সময় সেখানকার কোনো স্টাফ বা বন্দি আহত হয়নি।
শুক্রবার থেকে ওই বন্দিশিবিরে বিদ্যুৎ ও পানি কিছুই ছিল না।
ওই খবরে বলা হয়েছে, বৃটেনে আশ্রয়প্রার্থী এবং অভিবাসন সেন্টারগুলোতে যে নাজুক পরিস্থিতি সর্বশেষ এই ঘটনায় তা প্রকাশ হয়ে পড়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে ডাক পড়ে মেট্রোপলিটন পুলিশের। একই সঙ্গে তলব করা হয় ন্যাশনাল ট্যাকটিক্যাল রেসপন্স গ্রুপ এবং মেট্রোপলিটন পুলিশের টেরিটোরিয়াল সাপোর্ট পুলিশের কর্মকর্তাদের। ডেকে নেয়া হয় অগ্নিনির্বাপণকারী ও উদ্ধারকর্মীদের।  এর আগে মার্চে হারমন্ডসওয়ার্থের পরিস্থিতি তুলে ধরে একটি রিপোর্ট প্রকাশ হয়। তাতে দেখা যায়, যাদেরকে আটকে রাখা হয়েছে, তার মধ্যে অনেকেই ঝুঁকিপূর্ণ। কিছু মানুষকে সেখানে আটকে রাখা হয়েছে এক বছরের বেশি।

আরও পড়ুন:  বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরীমকে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামী ফাউন্ডেশনে সংবর্ধনা।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top