বিলেতের আয়না ডেক্স :- জনপ্রিয় মডেল মিশফাক আহমদ মিশু মারা গেছেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট মহানগর জাসদের সভাপতি ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি ও নব্বই দশকের জনপ্রিয় মডেল মিশফাক আহমদ মিশু মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ নভেম্বর) ভোরে নগরীর রায়নগরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
শুক্রবার রাতেও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি ছিলেন মিশু। বাসায় ফেরার পর শনিবার ভোরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।তিনি ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। এরপর নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ মাগরিব হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে জানাজার শেষে তাকে দাফন করা হয়।
সিলেট এমসি কলেজের শিক্ষার্থী থাকাকালে মডেল হিসেবে মিডিয়ায় আবির্ভাব হয় মিশুর। তিনি বেশকিছু বিজ্ঞাপনে মডেলিংয়ের পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করেন। টেলিভিশনে আসার আগে থেকেই মঞ্চ নাটকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন মিশু। তিনি লিটল থিয়েটার সিলেটের নাট্যকর্মী।
২০১৬ সাল থেকে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতির দায়িত্বপালন করে আসছেন মিশু। তাঁর মৃত্যুর সংবাদ শুনে দে-শ বিদেশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সিলেট বিভাগের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ ছিলেন।আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমিন।