ঐক্যবদ্ধ থাকলে কেউ বিজয় ঠেকাতে পারবে না : ওবায়দুল কাদের

বিলেতের আয়না ডেক্স :- ঐক্যবদ্ধ থাকলে কেউ বিজয় ঠেকাতে পারবে না : ওবায়দুল কাদের
জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য রাখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মুক্তিযুদ্ধ আজ হুমকির মুখে, স্বাধীনতার সব শক্তিকে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একত্রিত থাকলে বিজয় কেউ ঠেকাতে পারবে না।
সোমবার (৩১ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপিকে জাতীয়তাবাদী চামচা দল আখ্যায়িত দিয়ে সেতুমন্ত্রী বলেন, কোন মুখে মির্জা ফখরুল খালেদা জিয়ার মুক্তি চায়? তার মুক্তির জন্য গত ১৩ বছরে ১৩ মিনিটও আন্দোলন করতে দেখিনি।
বিএনপি হচ্ছে এ দেশের নালিশ পার্টি, আর এই নালিশ পার্টি হচ্ছে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বরপুত্র হাওয়া ভবনের যুবরাজকে ১০ ডিসেম্বর দেশে ফিরিয়ে এনে বিএনপি নাকি ক্ষমতায় বসবে। এটা বিএনপির রঙিন খোয়াব ছাড়া আর কিছু নয়।
এ সময় তিনি ১৪ দলীয় জোটের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক অপশক্তি ও স্বাধীনতা বিরোধীদের কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রতীক শেখ হাসিনার পরাজয় হতে পারে না।
বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আবার বসাতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে।
জাসদের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি- জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাত হোসেন ও জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ অন্য নেতারা।

আরও পড়ুন:  ভোট কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশকারীদের কে স্বচক্ষে দেখেছি - সিইসি হাবিবুল আওয়াল।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top