মুন্সিগন্জে পুলিশ বিএনপি সংঘর্ষে আহত যুবদল কর্মী শাওন নিহত।

বিলেতের আয়না ডেক্স :- মুন্সিগন্জে পুলিশ বিএনপি সংঘর্ষে আহত যুবদল কর্মী শাওন নিহত।

মুন্সিগঞ্জের মুক্তারপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় আহত যুবদল কর্মী শাওন মারা গেছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন দলের চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি গণমাধ্যমকে জানান, বুধবার মুন্সিগঞ্জ মোক্তারপুর বিএনপির সমাবেশে পুলিশের হামলায় গুরুতর আহত শাওন আজ (বৃহস্পতিবার) রাত ৮টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি আরও বলেন, ‘মৃত্যুর খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান ও বিএনপি মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব কামরুজ্জামান রতন।’
শায়রুল আরও জানান, আগামীকাল নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের শাওনের জানাজা অনুষ্ঠিত হবে। তবে এখনও জানাজার সময় নির্ধারণ হয়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘গতকাল মুন্সীগঞ্জ থেকে আহত অবস্থায় যুবদল কর্মী শাওনকে (২১) ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ২৩ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। আজ রাতে তিনি মারা যান।
উল্লেখ্য, বুধবার মুন্সিগঞ্জ মুক্তারপুর ব্রিজের পাশে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে জাহাঙ্গীর ও শাওনের অবস্থা আশঙ্কাজনক ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। তারেক প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন। আহত জাহাঙ্গীরকে মিরপুর ডেন্টাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন:  বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top