ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলো সুইডেন।

বিলেতের আয়না ডেক্স :- ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলো সুইডেন।
মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলো সুইডেন। আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর সুইডেন দ্বিতীয় দেশ যা ন্যাটোতে যোগ দিলো।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে ন্যাটোতে যোগদানের প্রক্রিয়া সম্পর্ন করেছে সুইডেন। এর মাধ্যমে দেশটির ন্যাটোর ৩২তম সদস্য হলো। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিসটারসন বলেছেন, একতা ও সংহতি হবে সুইডেনের ‘পথনির্দেশক আলো’। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেছেন, যারা অপেক্ষার করে তাদের ভালো ফল মেলে। সুইডেনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আমাদের প্রতিরক্ষামূলক জোট এখন আগের চেয়ে শক্তিশালী এবং বৃহত্তর। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছিল সুইডেন।

আরও পড়ুন:  লন্ডন বাংলা প্রেসক্লাবে মতবিনিময় সভা কাউন্সিলার রেজওয়ান আহমেদের সাথে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top