বিলেতের আয়না ডেক্স :- যুক্তরাজ্যের মূল্যস্ফীতি অপ্রত্যাশিতভাবে বেড়েছে।
সাম্প্রতিক মূল্যবৃদ্ধি ইউরোপের বাজারকে অস্থিতিশীল করে তুলছে ছবি: ইয়াহু ফাইন্যান্স
নতুন বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি ১০ মাসের মধ্যে অপ্রত্যাশীতভাবে বেড়েছে। ২০২২ সালের নভেম্বরের তুলনায় গত বছরের নভেম্বরে ভোক্তামূল্য বেড়েছে ৩ দশমিক ৯ শতাংশ, যা আগের মাসের ৪ দশমিক ৬ শতাংশের চেয়ে কম। ব্যাংক অব ইংল্যান্ডের নীতিনির্ধারক ও অর্থনীতিবিদরা আশা করেছিলেন যে বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি ৩ দশমিক ৮ শতাংশে থাকবে। খবর ইয়াহু ফাইন্যান্স।
প্রকৃত মূল্যস্ফীতি থেকে জ্বালানি ও খাদ্যের দাম বাদ দিয়ে বর্তমানে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ১ শতাংশে। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বৃদ্ধির হারও অপ্রত্যাশিতভাবে বেড়েছে। সম্প্রতি এ উচ্চ মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ইউরোপের পুঁজিবাজারে। নীতিমালা কাজ না করায় ইউরোপের বাজারগুলোয় মূল্যস্ফীতি বাড়ছে বলে মনে করেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) প্রেসিডেন্ট ক্রিস্টিনা লাগার্দ।
বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ফিডেলিটি ইন্টারন্যাশনালের সহযোগী পরিচালক এড মঙ্ক বলেছেন, সুদহার কমানোর যে প্রত্যাশা ছিল তা মূল্যস্ফীতি বাড়ায় ক্রমে ফিকে হয়ে আসছে। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জনের যে সর্বশেষ পরিসংখ্যান তাতে পূর্বাভাস পাল্টানোর প্রয়োজন হতে পারে। এছাড়া সাম্প্রতিক মূল্যবৃদ্ধি বাজারকে অস্থিতিশীল করে তুলছে।
লাগামহীন এমন মূল্যস্ফীতির ফলে যুক্তরাজ্যের বাজারে অর্থনৈতিক চাপ বেড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতিতে শুরু হয় অস্থিতিশীল অবস্থা। তখন কোনো কোনো অর্থনৈতিক বিশ্লেষক বাজারে মন্দাভাবের পূর্বাভাসও দিয়েছিলেন। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে চ্যান্সেলর অব দি এক্সচেকার জেরেমি হান্ট এক বিবৃতিতে বলেছিলেন, সার্বিকভাবে মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনো অনেক পরিবার উচ্চমূল্যের সঙ্গে লড়াই করছে। তাই সাধারণ মানুষের জীবনযাত্রায় সহায়তা করে এমন পদক্ষেপগুলোকে অগ্রাধিকার দেয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।
তবে ব্যাংক অব ইংল্যান্ড মূল্যস্ফীতি ও দুর্বল প্রবৃদ্ধির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে। যুক্তরাজ্যের মূল্যস্ফীতি এখনো ব্যাংক অব ইংল্যান্ডের ২ শতাংশ লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ।
যুক্তরাজ্যের মূল্যস্ফীতি অপ্রত্যাশিতভাবে বেড়েছে।
Share:
Facebook
Twitter
Pinterest
LinkedIn
পপুলার
আওয়ামী লীগ জনগণকে দিতে আসে, নিতে নয়।
এপ্রিল ১১, ২০২৪
ঈদের দিন হামাস নেতার ছেলে ও নাতি নিহত ।
এপ্রিল ১১, ২০২৪
জিম্মি জাহাজে আব্দুল্লাহর মধ্যে ঈদের নামাজ আদায় করলেন নাবিকরা।
এপ্রিল ১১, ২০২৪