সৌদি আরবে একটি কারখানায় আগুন ৯ জন নিহত।

বিলেতের আয়না ডেক্স :- সৌদি আরবে একটি কারখানায় আগুন ৯ জন নিহত।

সৌদি আরবে একটি কারখানায় আগুন লেগে ৭ বাংলাদেশিসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় আল-আহসা জেলায় আসবাবপত্রের একটি কারখানায় শুক্রবার (১৪ জুলাই) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছে। এছাড়াও একজন ভারতীয় নাগরিক রয়েছেন।
বাংলাদেশ দূতাবাস আরও জানিয়েছে, নিহত বাংলাদেশিদের মধ্যে তিন জন নাটোরের এবং একজন রাজশাহীর। নিহতদের পরিচয় শনাক্ত করার জন্য পরিচিতদের প্রয়োজন। তবে এখন পর্যন্ত একজনের আত্মীয় ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। এরই মধ্যে বাংলাদেশ দূতাবাস থেকে শ্রম কাউন্সিলর নিহতদের পরিচয় শনাক্তে দুর্ঘটনাস্থলে গেছেন।
জানা গেছে, আল আহসার আল-মানসুরা শিল্প এলাকায় একটি ফার্নিচার কারখানায় আকস্মিক আগুন লাগে। কাঠের কারণে দ্রুত ভয়াবহ আকার ধারণ করে আগুন। এতে কারখানার ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দগ্ধ কয়েকজনকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
তবে ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। এরই মধ্যে আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
সৌদি আরবে এখন প্রচণ্ড গরম। এমন অবস্থায় দেশজুড়ে অগ্নিকাণ্ডের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন:  বাংলাদেশকে ২০৪১সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ উচ্চ আয়ের উত্তরণে সহায়তা করবে --আই এমএফ।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top