বিলেতের আয়না :- মাহমুদুর রহমান শানুর
পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে সর্ব বৃহৎ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
প্রায় ১০হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন।নারী পুরুষ শিশু আবালবৃদ্ধবনিতা থেকে শুরু করে মুসলমানরা ঈদের নামাজে শরীক ছিলেন। বহু দূরদূরান্ত থেকে লোকজন এসে জড়ো হয়েছিলেন মাইল এন্ড স্টেডিয়ামে। পাশাপাশি প্রতিটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কোন কোন মসজিদে চার পাঁচটি ঈদের জামাত হয়েছে। প্রতি বছর রোজার ঈদ ও কুরবানির ঈদের জামাত হয়ে থাকে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদেরকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ।
আজ ইংল্যান্ড, ইউরোপ, আমেরিকা, অষ্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যসহ সকল মুসলিম দেশে ঈদুল আজহা পালিত হয়েছে। ঈদুল আজহা মানেই ত্যাগের উৎসব। এ উৎসবের একটি অঙ্গ হচ্ছে কুরবানি। কুরবানি হলো চিত্তশুদ্ধি ও পবিত্রতার একটি মাধ্যম। কুরবানির মাধ্যমে মানুষ তার ভেতরের পশুত্বকে বধ করার অনুপ্রেরণা লাভ করে।
কুরবানীর ঈদের মাহাত্ম্য থেকে আমাদের শিক্ষা নিয়ে জীবনের চলার পথের পাথেয় ঠিক করতে হবে। আল্লাহ যেন আমাদের পরিবার, আত্মীয়স্বজন, স্বদেশ আর দেশের জনগণকে সমস্ত অশুভ থেকে রক্ষা করেন। মানুষের পাশে দাঁড়ানোর মহিমাকে আমাদের পাথেয় করতে হবে- এ হচ্ছে ঈদুল আজহার তাৎপর্য।
ঈদ মানে ধনী-দরিদ্র নির্বিশেষে আনন্দ উদযাপন। কিন্তু বাস্তবতা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক মানুষ কুরবানী দিতে পারছেন না। আর্থিক সীমাবদ্ধতার কারণে কেউ যেন আনন্দ থেকে বঞ্চিত না হন, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে—সেদিকে আমাদের খেয়াল রাখতে। মৌলানা হাফিজ খতিব নুরসালিন সাহেব মুসলিম উম্মাহর দোয়ার প্রার্থনা করেছেন।পৃথিবী থেকে হানাহানি, দ্বন্দ্ব থেকে মুসলিম জাতি যেন রক্ষা পায়।মুসলমানদের ঈমান আখলাক চিয়া চিত্তা ইসলামের সঠিক রাস্তায় পরিচালিত হয় সেই দিকে খেয়াল রাখার আহবান জানিয়েছেন। ইসলামের সঠিক ইতিহাস যেন মুসলিম উম্মাহ ধারণ করতে পারে সেই দিকে সবাই ঐক্যবদ্ধ ভাবে পালন করতে পারে। নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত, মুসলমানদের কে হেফাজত করার তৌফিক দান করার করুন।