সেন্টমার্টিন নিতে চায় আমেরিকা বলেছেন, ওয়ার্কাস পাটির সভাপতি রাশেদ খান মেনন।

বিলেতের আয়না ডেক্স :- সেন্টমার্টিন নিতে চায় আমেরিকা বলেছেন, ওয়ার্কাস পাটির সভাপতি রাশেদ খান মেনন।

আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার নেই বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আজ বুধবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মেনন বলেন, ‘আমাদের আগামী নির্বাচনকে সামনে রেখে তারা ভিসানীতি সংশোধন করেছে। আসলে তারা আমাদের সেন্টমার্টিন নিয়ে যেতে চায়। রাজি না হওয়ায় তারা সরকার হটানোর চক্রান্ত করছে।
‘আমাদের নির্বাচন আমাদের সংবিধানের নিয়মেই হবে। এখানে কারও হস্তক্ষেপ করার দরকার নেই।’
মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের সে দেশের ভিসা পাওয়া বা বাতিলের শর্তাদি নিয়ে একগুচ্ছ নীতিমালা প্রকাশ করেছে। এটি গণমাধ্যমকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ থেকে সরাসরি অবগত করেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী।
কী রয়েছে যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে
যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেবে না। বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সরকারের বর্তমান ও সাবেক কর্মকর্তা, সরকার সমর্থক এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন বলে বলা হয়েছে।

আরও পড়ুন:  ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ১০০পাউন্ড জরিমানা।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top