ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড।

বিলেতের আয়না ডেক্স :- ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড।

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে প্রচারের সময় রাহুল গান্ধী নরেন্দ্র মোদিকে নিয়ে মানহানিকর বক্তব্য দেন বলে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেসময় রাহুল বলেছিলেন, সব মোদি কেন চোর হয়? এতে ‘মোদি’ পদবীর অসম্মান হয়েছে বলে রাহুলের বিরুদ্ধে মামলা ঠুকে দেন গুজরাটের সাবেক মন্ত্রী বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদি।
এনডিটিভি জানিয়েছে, সেই মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করেছে আদালত। যদিও রাহুলের দাবি, তিনি নরেন্দ্র মোদির সঙ্গে, নীরব মোদি, ললিত মোদিকে বোঝাতে এই মন্তব্য করেছিলেন। মোদি পদবীর অসম্মানের উদ্দেশ্য তার ছিল না। কিন্তু সুরাটের একটি আদালত রাহুলকে এ জন্য দুই বছরের কারাদণ্ড দিয়েছে।
জানা গেছে, রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। তবে কারাদণ্ড দেয়া হলেও এখনই জেলে যেতে হচ্ছে না এই কংগ্রেস নেতাকে। তাকে ৩০ দিনের জামিন দিয়েছে আদালত। এই সময়ের মধ্যে আপিল করতে পারবেন তিনি।

আরও পড়ুন:  অক্সফামের প্রতিবেদন ।বিশ্বের দুই তৃতীয়াংশ সম্পদ এক শতাংশ ধনীদের হাতে - অক্সফাম।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top