আফগানিস্তানের সাবেক এমপি মুরসালকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

বিলেতের আয়না ডেক্স :- আফগানিস্তানের সাবেক এমপি মুরসালকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আফগানিস্তানের সাবেক এক এমপি এবং তার বডিগার্ডকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির রাজধানী কাবুলে রোববার এই গুলির ঘটনা ঘটে। আফগান পুলিশ জানিয়েছে, নিহত ওই নারী এমপির নাম মুরসাল নাবিজাদা। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর যে অল্প কজন নারী এমপি দেশটিতে রয়ে গিয়েছিলেন তাদের একজন ৩২ বছরের মুরসাল।
বিবিসি জানিয়েছে, হামলায় তার ভাই এবং আরেক বডিগার্ড আহত হন। মুরসাল আফগানিস্তানে সাহসী নারী নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছিলেন। তার সহকর্মীরা তাকে ডাকতেন ‘ফিয়ারলেস চ্যাম্পিয়ন অব আফগানিস্তান’ নামে। সুযোগ থাকা সত্যেও তিনি নিজ দেশ ছেড়ে চলে যাননি। তালেবান ক্ষমতা দখল করার পর দেশটির সকল সরকারি পদ থেকে নারীদের সরিয়ে দিয়েছে।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সাবেক আরেক নারী এমপি মরিয়ম সোলাইমানখিল টুইটারে লিখেন, মুরসাল ছিলেন একজন সত্যিকারের সংস্কারক। তিনি যা বিশ্বাস করতেন, শত বিপদের মধ্যেও তার পক্ষে দাঁড়িয়েছেন তিনি।

আরও পড়ুন:  দুর্ভিক্ষ আসিতেছে এটা সত্য- গবেষনা প্রতিষ্ঠান সিপিডি

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top