বিলেতের আয়না ডেক্স :- সাইবার হামলার কারণে যুক্তরাষ্ট্রে ১২০০ ফ্লাইট বাতিল।
সাইবার হামলার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে অন্তত ১ হাজার ২০০টি ফ্লাইট বিলম্বিত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বাতিল করা হয়েছে ৯১টি ফ্লাইট। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস আজ বুধবার এ তথ্য জানায়।
তবে হোয়াইট হাউস বলছে, এ ঘটনায় সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এক টুইট বার্তায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে জানান, প্রেসিডেন্ট জো বাইডেন ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রে সব ধরনের অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। এ অবস্থায় পাইলটদের ফ্লাইট পরিচালনা করা বিপজ্জনক।
ইউনাইটেড এয়ারলাইন্স জানায়, অস্থায়ীভাবে তাদের সব অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বিত করা হয়েছে। পরবর্তীতে এফএএ থেকে হালনাগাদ কোনো তথ্য পেলে জানানো হবে।
অস্টিন-বার্গস্ট্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টুইটারে বলেছে, আগমন ও প্রস্থানের অপেক্ষায় থাকা যাত্রীদের আজ সারা দিন অপেক্ষা করতে হতে পারে।
এদিকে দ্রুত ত্রুটি সারিয়ে ফ্লাইট পরিচালনা ব্যবস্থা পুনরায় স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে।