বিলেতের আয়না ডেক্স :- এক ইরানি লেখকের মৃত্যু দন্ড।এক ইসরাইলের একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেয়ার পর লেখক ও ইলাস্ট্রেটর মেহদি বাহমানকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান।
সাক্ষাৎকার দেয়ার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ওই সাক্ষাৎকারে তিনি তেহরানের শাসকগোষ্ঠীর সমালোচনা করেছেন। সমালোচনা করেছেন দেশে ইসলামিক আইন আরোপের। একই সঙ্গে ইসরাইল ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। এতে বলা হয়, ইরানে পুলিশি হেফাজতে থাকা কুর্দি যুবতী মাহশা আমিনি মারা যাওয়ার পর সারা ইরানে বিক্ষোভ দেখা দিয়েছে। এতে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে ১১ বিক্ষোভকারীকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আটক রাখা হয়েছে কমপক্ষে ১০০ বিক্ষোভকারীকে। মেহদি বাহমান তার কর্মের মধ্য দিয়ে ধর্মীয় সহাবস্থানের বিষয়ে কথা বলেছেন।
বিভিন্ন ধর্মের ওপর আর্টওয়ার্ক সৃষ্টির জন্য তিনি শিয়া ধর্মীয় নেতা মাসুমি তেহরানির জন্য অনেক বছর কাজ করেছেন। কর্তৃপক্ষ মাসুমি তেহরানিকেও গ্রেপ্তার করেছে। মাহশা আমিনির মৃত্যুতে তিন মাস ধরে ইরানে চলছে বিক্ষোভ। ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পরে এত দীর্ঘ ও শক্তিশালী বিক্ষোভ ইরানে দেখা যায়নি।
ওদিকে সেমিরম শহরে প্রতিবাদ বিক্ষোভের সময় গুলিতে নিহত হয়েছেন ইরানের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর এক সদস্য। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বলেছে, সশস্ত্র অপরাধীরা তাকে হত্যা করেছে।