বড়দিন উপলক্ষে খ্রীস্টধর্ম গুরু পোপ ফ্রান্সিস বলেছেন – পৃথিবীটা এতো টা সংবেদনশীল হয়ে উঠেছে ।

বিলেতের আয়না ডেক্স :- বড়দিন উপলক্ষে খ্রীস্টধর্ম গুরু পোপ ফ্রান্সিস বলেছেন – পৃথিবীটা এতো টা সংবেদনশীল হয়ে উঠেছে ।

যুদ্ধের কারণে পৃথিবী ব্যাপী দুর্ভিক্ষ তৈরি করা হচ্ছে কৃত্রিম উপায়ে ।বড়দিন উপলক্ষে ক্ষমতাশালী ও সম্পদশালীদের লোভ-লালসা নিয়ে তীব্র সমালোচনা করে খ্রিস্টধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, পৃথিবীতে শান্তির দুর্ভিক্ষ চলছে। শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় জড়ো হওয়া পুণ্যার্থীদের উদ্দেশে ইউক্রেন যুদ্ধ ও পৃথিবীতে চলমান সব সংঘাতের দিকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।
ক্যাথলিক ধর্মগুরু বলেন, প্রাণীদেরও তাদের বন্দী খোঁয়াড়ে খাবার দেওয়া হচ্ছে। সেই একই পৃথিবীতে সম্পদ ও ক্ষমতার ক্ষুধায় মাতাল নারী আর পুরুষরা গ্রাস করছে তাদের প্রতিবেশী, এমনকি মা আর বোনদেরও।

আরও পড়ুন:  বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন।

তিনি বলেন, কতশত যুদ্ধ আমাদের দেখতে হয়েছে! আর সে সব সংঘাতের শিকার হয়েছে দুর্বল ও অরক্ষিত মানুষ। আমি সবার আগে সেই সব শিশুর কথা মনে করতে চাই যারা যুদ্ধ, দারিদ্র্য আর অবিচারের শিকার।
সতর্ক করে পোপ বলেন, সংকট ও দুর্ভোগের প্রতি পৃথিবী এতোটাই অসংবেদনশীল হয়ে ‍উঠেছে যে, যখন এগুলো ঘটে চলেছে কিন্তু কেউ আমলে নিচ্ছে না।
গত জুন মাসে এক বক্তব্যে তিনি বলেছিলেন, এই যুদ্ধে কোনোভাবে কারো না কারো উস্কানি ছিলো। হয়তো ঠেকানোর চেষ্টা হয়নি। তবে রুশ সৈন্যদের কর্মকাণ্ডকে ‘নৃশংসতা’ বলে এর নিন্দা জানান তিনি।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top