বিলেতের আয়না ডেক্স :- কাতার বিশ্বকাপ ফুটবল বিশ্বজয়ী আর্জেন্টিনা দল কে ধ্রুবতারা মতো সংর্বধনা।
বুয়েন্স আয়ার্সের রাস্তার লাখো মানুষের অপেক্ষা। এই অপেক্ষা প্রিয় তারকাদের এক পলক দেখার জন্য এই অপেক্ষা বিশ্বজয়ী ফুটবল বীরদের সংবর্ধনা জানানোর।
বিমান থেকে স্বর্ণালি ট্রফি হাতে লিওনে মেসি যখন নামলেন, তখন লাখো মানুষের দৃষ্টি তার দিকে। এমএলটেনের পেছন পেছন নেমে এলেন বিশ্বজয়ী ফুটবল দলের সদস্যরা।
আর্জেন্টিনার আকাশে তখন শুধু মেসি আর ভামোস আর্জেন্টিনা শব্দের পুনরাবৃত্তি। প্রিয় দেশ আর প্রিয় খেলোয়াড় যেন একাকার। বিমান থেকে নেমে খোলা বাসে চেপে বুয়েন্স আয়ার্সের রাস্তায় ঘুরে অভ্যর্থনা গ্রহণ করেন মেসি, মার্টিনেজ, ডি মারিয়ারা। তারাও হাত নেড়ে জবাব দেন ভক্তদের ভালোবাসার।
এর আগে অবশ্য কাতারের মাটিতেই ছাদ খোলা বাসে ট্রফি ট্যুর করেছেন মেসিরা। এবার নিজেদের দেশের মাটিতে ছাদবিহীন বাসে চেপে আনন্দ ভাগাভাগি করে নিলেন দেশবাসীর সাথে।
৩৬ বছর পর কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ নিজেদের করে নেয় লিওনেল মেসিরা। আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছেন তারা।