৩৬ বছর পর অর্থাৎ ১৯৮৬ সালের পর বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে।

বিলেতের আয়না ডেক্স :- ৩৬ বছর পর অর্থাৎ ১৯৮৬ সালের পর বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে।

নানা নাকটীয়কতার পর অবশেষে অপেক্ষার শেষ। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। দুর্দান্ত ফাইনালের অবসান টাইব্রেকারে। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেও ট্র্যাজিক হিরো থাকতে হলো কিলিয়ান এমবাপেকে।
শেষ পর্যন্ত ৩-৩ গোলের সমতায় হৃদয় হীম করে স্নায়ু জমাট বাঁধিয়ে দেওয়া ম্যাচ টাইব্রেকারে জয় করেছে আর্জেন্টিনা। ঘুচল ৩৬ বছরের শিরোপা খরা। ইতিহাস সেরার কাতারে নাম লেখালেন মেসি।
অপূর্ণতাকে একক নৈপুণ্যেই নিজের করে নিয়েছেন এলএম টেন। আবারও যেন মেসির মাঝেই ফিরে এলেন প্রয়াত দিয়াগো ম্যারাডোনা। শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। তবে শেষ দিকে মোমেন্টাম ঘুরে যায় ফ্রান্সের দিকে। পেনাল্টির পর এমবাপের গোলে নির্ধারিত মূল সময়ের শেষ দিকে সমতায় ফেরে ফ্রান্স।
যোগ করা অতিরিক্ত সময়ে গোল করে দলকে এগিয়ে নেন মেসি। তবে পেনাল্টি থেকে আবারও গোল করে নিজের ইতিহাস গড়া হ্যাট্রিকের সঙ্গে দলকে ৩-৩ গোলের সমতায় ফেরান এমবাপে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আর আধিপত্য ধরে রাখতে পারেনি ফ্রান্স। মেসিরা ৪-২ গোলে ম্যাচ জিতে নেয়।

আরও পড়ুন:  ফ্রান্সে দারিদ্র্য বাড়ছে

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top