বিলেতের আয়না ডেক্স :- বৃটেনের রাজা চার্লস কে লুটনে এক ব্যক্তি ডিম নিক্ষেপ করেছে ।
রাজা তৃতীয় চার্লসের দিকে ডিম ছোড়ার পর তাকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।
আবারও যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের দিকে ডিম ছোড়া হয়েছে। এ নিয়ে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো তার দিকে ডিম ছোড়া হলো।
যুক্তরাজ্যের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। রাজার দিকে ডিম ছোড়ার ঘটনায় ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, একটি পরিবহন উদ্বোধনের জন্য লুটন সফরে গিয়েছিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। সঙ্গে ছিলেন কুইন কনসর্ট ক্যামিলাও। সেখানে রাজার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য লোকজন জড়ো হয়। ওই সময় রাজার দিকে ডিম ছোড়া হয়।
ঘটনার পর ভিড় থেকে এক যুবককে গ্রেপ্তার করে নিয়ে যান চার্লসের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা। পরে আবারও লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শুরু করেন চার্লস।
গত মাসে রাজা চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার দিকে ডিম ছোড়ার ঘটনায় ২৩ বছরের এক যুবককে আটক করা হয়েছিল। আটক ওই ব্যক্তি ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অভিযুক্ত ব্যক্তি ডিম ছোড়ার সময় চিৎকার করে বলছিলেন, ‘এই দেশ দাসদের রক্তে গড়া। প্রিন্স চার্লস আমার রাজা নন।’ আটক ওই ব্যক্তি পরে জামিনে ছাড়া পান।
যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্যদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা নতুন নয়। ২০০২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের গাড়ি লক্ষ্য করেও ডিম ছোড়া হয়েছিল।