যুক্তরাজ্য কোভিড১৯ আক্রান্ত সংখ্যা প্রায় ১০ লাখ লোক।

বিলেতের আয়না ডেক্স :- যুক্তরাজ্য কোভিড১৯ আক্রান্ত সংখ্যা প্রায় ১০ লাখ লোক ।

বৃটেনে কোভিড আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। দেশটিতে সাপ্তাহিক হিসেবে কোভিড আক্রান্তের সংখ্যা প্রকাশ করা হয়। এতে গত ২১শে নভেম্বর শেষ হওয়া সপ্তাহে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬ শতাংশ। এর আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৯ লাখ ৭২ হাজার। দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) বরাত দিয়ে এ খবর দিয়েছে স্কাই নিউজ।

গত ১৭ই অক্টোবর শেষ হওয়া সপ্তাহের পর এই প্রথম দেশব্যাপী কোভিড বৃদ্ধি রেকর্ড করা হলো। ওএনএস জানিয়েছে, ইংল্যান্ডে কোভিড বাড়ছে এবং ওয়েলসে কমছে। স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের পরিস্থিতি এখনও নিশ্চিত নয়। বর্তমানে ইংল্যান্ডে প্রতি ৬০ জনে একজন কোভিড আক্রান্ত ওয়েলসে প্রতি ৭৫ জনে একজন নর্দার্ন আয়ারল্যান্ডে ৬৫ জনে একজন এবং স্কটল্যান্ডে প্রতি ৬০ জনে একজন মানুষ কোভিড আক্রান্ত।
এমন পরিস্থিতিতে এনএইচএস পরামর্শ দিয়েছে, যাদের কোভিড আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা যাচ্ছে তারা যাতে নিজ বাড়িতে অবস্থান করে এবং অন্যের সংস্পর্শ এড়িয়ে চলে। এছাড়া সবাইকেই সতর্কতামূলক থাকা উচিত।

আরও পড়ুন:  বৃটেনে অর্থনৈতিক মন্দা চলছে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top