মুলধারাতে বাংলাদেশীদের অবস্থান অন্ধকার ” নেতৃত্ব দিচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান

বিলেতের আয়না রিপোর্ট :- জাহেদ আহমদ রাজ, লন্ডন প্রতিনিধি

মুলধারাতে বাংলাদেশীদের অবস্থান অন্ধকার ” নেতৃত্ব দিচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান

১৯৭৮ সালে বর্ন বাদি আন্দলনের পর আমাদের পুর্ব পুরুষ এই কমিউনিটিকে সাজিয়েছেন তাদের মাতার ঘাম পায়ে পেলে আজ এই কমিউনিটি জন্য লন্ডননের মত জায়গাতে করেছেন শিক্ষা চাকরী বাসস্থান আর কত কিছু করতে সক্ষম হয়েছেন ।আমাদের খ্যাতিমান গুনিজন দের নামে অনেক প্রতিষ্টান গড়ে তুলেছেন এই বিলেতে । টাওয়ার হ্যামলেটস Low সেন্টার এর মাধ্যমে সেই সময়ে অনেক লোক স্হায়ী বাবে বসবাস করার সুযোগ পেয়ে ছিলেন তখন কার সময় কাজ করতেন আমাদের কমিউনিটির অনেকে সেই সময় এখন কার মত এত সলিসিটর ফাম ছিল না । আমাদের এগিয়ে যাওয়া মুলধারাতে বাংগালিরা যখন নমিনেশন চাইতেন বাংগালি নাম দেখলে ডাষ্টবিনে পেলে দিত দরখাস্ত । সংগ্রাম করে নিজেরা অদিকার আদায় করতে সক্ষম হন ।ইন্ডিয়া ও পাকিস্তানের মত ভাল অবস্তানে যাবার যোগ্যতা রাখেন আমাদের কমিউনিটির অনেকে বতর্মানে বিলেতে বেড়ে উটা ছেলে মেয়েরা অনেক কিছু হবার যোগ্যতা রাখেন কিন্তু তারা পাচ্ছে না সটিক গাইড ।কমিউনিটির কিছু মানুষ আছে তারা কোন্দল সৃষ্টি করে আমাদের কমিউনিটিকে পিচনে পেলে রাখতে চায় চামচা মি করে আর ছবি তুলে আর নিজেকে ফেইস বুকে দেখায় আমি মস্ত বড় বিরপুরুষ ।কিছু দিন আগে লেবার পাটির এক সভায় গিয়ে ছিলাম সেখানে ইঙ্গিত পেলাম আফসানা বেগম এমপি ও রুপা হক এমপি লেবার পাটির প্রার্থী হচ্ছে না ।শুরু থেকে আমরা দেখতে পারতাছি আফসানা বেগম এমপির সফলতা দেখে অনেকে জ্বলে পুঁড়ে মরছেন ।লেবার পাটি কমতায় তাকলে রুশনারা আলী এমপি অথবা টিউলিপ এমপি মন্ত্রী  হতে পারতেন ।গ্রেটার লন্ডন লেবার পাটির চেয়ারম্যান ও সাধারন সম্পাদক এক সময়ে আমাদের বাংগালি দুই জন হয়ে ছিলেন রাজন উদ্দিন জালাল এবং পরবর্তী সময়ে সাধারন সম্পাদক আফসানা বেগম এমপি হয়ে ছিলেন ।এদিকে সাবেক লেবার কাউন্সিলার যোগ্য মেয়র লুতংফুর রহমান ও তার টিম টাউন হলের নেতৃত্ব দিচ্ছেন । নেই কিন্ত মুলধারাতে ।যোগ্য লোকদের সহযোগিতা করে আমাদের কমিউনিটিকে আর সামনে নিয়ে এগিয়ে যেতে হবে । আসুন প্রতিহিংসা বাদ দিয়ে আমরা সবাই সামনে এগিয়ে জাই ।আমরা ও পারবয় বিশ্বকে জয় করতে ।

আরও পড়ুন:  ফ্রান্সে দারিদ্র্য বাড়ছে

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top