বিলেতের আয়না ডেক্স :- কিয়েভ সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গেলেন ঋষি সুনাক। এ সময় তাকে স্বাগত জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (১৯ নভেম্বর) এক ভিডিও প্রকাশ করেছেন ইউক্রেনের নেতা। খবর আল জাজিরার।
টেলিগ্রামে জেলেনস্কি জানান, আজকের আলোচনায় আমরা ইউক্রেন ও বৈশ্বিক নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি।
পরে টুইটবার্তায় ইউক্রেনকে সহায়তার জন্য ব্রিটেনকে ধন্যবাদ জানান জেলেনস্কি। তিনি বলেন, আপনার মতো বন্ধুরা আমাদের পাশে থাকায় আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
জেলেনেস্কির আগে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেন সফরে আসেন। এই যুদ্ধে মস্কোর বিরুদ্ধে কিয়েভকে সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। ইউক্রেনকে এ পর্যন্ত সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের পাশাপাশি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রও সর্বাত্মক সহায়তা অব্যাহত রেখেছে।
কিয়েভ সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
Share:
Facebook
Twitter
Pinterest
LinkedIn
পপুলার
আওয়ামী লীগ জনগণকে দিতে আসে, নিতে নয়।
এপ্রিল ১১, ২০২৪
ঈদের দিন হামাস নেতার ছেলে ও নাতি নিহত ।
এপ্রিল ১১, ২০২৪
জিম্মি জাহাজে আব্দুল্লাহর মধ্যে ঈদের নামাজ আদায় করলেন নাবিকরা।
এপ্রিল ১১, ২০২৪