বিলের আয়না ডেক্স :- পাকিস্তানের সাবেক প্রধান মন্ত্রী ইমরান খানের উপর সন্দেহ ভাজন হামলাকারী গ্রেফতার।
পাকিস্তানের পাঞ্জাবে আয়োজিত লংমার্চে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ কয়েকজনের ওপর গুলিবর্ষণের ঘটনায় এক জিজ্ঞাসাবাদে হামলাকারী যুবক দাবি করেছেন, ইমরান খান মানুষকে বিভ্রান্ত করছিলেন। সেজন্য তিনি এ হামলা চালিয়েছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজে প্রকাশ করা জিজ্ঞাসাবাদের এক ভিডিওতে ওই যুবককে এসব কথা বলতে শোনা গেছে।
ওই যুবক বলেন, ‘আমি ইমরান খানকে হত্যাচেষ্টায় এ হামলা চালিয়েছিলাম, আর কাওকে মারার উদ্দেশ্য আমার ছিল না। আমি হামলা চালানোর জন্য মামার মোটরসাইকেলের দোকান থেকে মোটরসাইকেল নিয়েছিলাম।’
এ ঘটনায় আর কেউ জড়িত নয় দাবি করে হামলাকারী যুবক বলেন, ‘আমার সঙ্গে এ ঘটনায় আর কেউ জড়িত নয়। আমি একাই এ ঘটনার সঙ্গে জড়িত।
আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন : ইমরান খান
এর আগে পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালে ইমরান খানসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে একজন পিটিআই কর্মী নিহত হয়েছেন।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান ইসমাইল জানান, ইমরান খানের পায়ে অন্তত তিন থেকে চারটি গুলি লেগেছে। এ ছাড়া পিটিআইয়ের সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ ছাত্তাহ আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদমাধ্যম ডন জানায়, ইমরান খানকে বহন করা কন্টেইনার লক্ষ্য করে হামলাকারী একে-৪৭ দিয়ে গুলি চালায়।
ইমরান খানের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ঘটনার পরপরই লংমার্চ কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
আগাম নির্বাচনের দাবিতে বিভিন্ন শহরে সমাবেশের ঘোষণা দিয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী। এরই মধ্যে ইসলামাবাদে লংমার্চও করেছেন। সেখানে সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ তোলেন তিনি।