৪০ বছরের মধ্যে যুক্ত রাজ্যে মুদ্রা স্ফীতি দেখা গেছে।

বিলেতের আয়না ডেক্স :- ৪০ বছরের মধ্যে যুক্ত রাজ্যে মুদ্রা স্ফীতি দেখা গেছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাবে যুক্তরাজ্যে সেপ্টেম্বরে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি দেখা গেছে। টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে নগদ অর্থ সংকেট থাকা মানুষ খরচ কমিয়ে দেওয়ায় এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। খবর সিএনএনের।
যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অধিদপ্তর বুধবার জানিয়েছে, ১২ মাসে আগস্টে থাকা ৯.৯ ভাগ থেকে সেপ্টেম্বরে বার্ষিক মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়ায় ১০.১ ভাগে। যার মাধ্যমে জুলাইয়ে যে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল সেপ্টেম্বরে এটি আবার সমান হয়েছে।
ওএনস জানিয়েছে, গত বছরের তুলনায় খাদ্যদ্রব্যের মূল্য বেড়েছে ১৪.৬ ভাগ। মুদ্রাস্ফীতি বাড়ার ক্ষেত্রে এটি সবচেয়ে বড় কারণ।
মুদ্রাস্ফীতি আবারও দুই অংকে পৌঁছার বিষয়টি ইংল্যান্ড ব্যাংকের জন্য চিন্তার কারণ হবে। সুদের হার নির্ধারণে আগামী ৩ নভেম্বর ব্যাংকটি বৈঠকে বসবে। গভর্নর অ্যান্ড্রু বেইলি বলেছেন, মূল্য নিয়ন্ত্রণে শক্তিশালী পদক্ষেপ নিতে হবে।
যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক সরকারের কর ছাড় নিয়ে সরকারের সাম্প্রতিক ইউটার্নের বিপক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধির চাপ মূল্যনির্ণয় করবে।

আরও পড়ুন:  রসায়নে যৌথ ভাবে তিনজন নোবেল পেলেন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top