বিলেতের আয়না ডেক্স :- ২০২৩ এশিয়ান কাপ কাতারে অনুষ্ঠিত হবে।
কাতারে নভেম্বরে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এরপরের বছর এশিয়ান কাপের আয়োজনও করবে মধ্যপ্রাচ্যের দেশটি। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
এই আসরটি চীনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু কোভিড-১৯ এর কারণে তারা আয়োজক দেশ থেকে নাম প্রত্যাহার করে নেয়। চীন নাম প্রত্যাহার করে নেওয়ায় আয়োজক হতে কাতারের পাশাপাশি আগ্রহ প্রকাশ করে দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া। কাতারকেই বেছে নিয়েছে এএফসি।
তবে টুর্নামেন্ট শুরুর তারিখ এখনো চূড়ান্ত করেনি এএফসি।
এই টুর্নামেন্টে অংশ নেবে ২৪টি দল।
এর আগে দুইবার (১৯৮৮ এবং ২০১১ সাল) এশিয়ান কাপ আয়োজন করেছিল কাতার।
এশিয়ান কাপ প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের জুনে চীনকে ২০২৩ ইভেন্টের জন্য আয়োজক হিসেবে নামকরণ করা হয়েছিল।
কিন্তু চলতি বছরের মে মাসে চীন তার নাম প্রত্যাহার করে নেয়।
২০২৩ এশিয়ান কাপ কাতারে অনুষ্ঠিত হবে।
Share:
Facebook
Twitter
Pinterest
LinkedIn
পপুলার
আওয়ামী লীগ জনগণকে দিতে আসে, নিতে নয়।
এপ্রিল ১১, ২০২৪
ঈদের দিন হামাস নেতার ছেলে ও নাতি নিহত ।
এপ্রিল ১১, ২০২৪
জিম্মি জাহাজে আব্দুল্লাহর মধ্যে ঈদের নামাজ আদায় করলেন নাবিকরা।
এপ্রিল ১১, ২০২৪