বিতর্কিত ‘মিনি-বাজেট’ এর জন্য দুঃখ প্রকাশ করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস।

বিলেতের আয়না ডেক্স :-বিতর্কিত ‘মিনি-বাজেট’ এর জন্য দুঃখ প্রকাশ করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস।

এই মিনি-বাজেটের কারণে ভয়াবহ মাত্রায় মূল্য হারিয়েছে বৃটিশ মুদ্রা পাউন্ড। এর জেরে বরখাস্ত করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে। পাশাপাশি অর্থবাজারেও সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা। তবে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই অস্থিরতার জন্য দুঃখ প্রকাশ করেছেন ট্রাস। তিনি জোর দিয়ে বলেছেন, আগামি সাধারণ নির্বাচনে তিনি কনজারভেটিভ দলের নেতৃত্ব দিতে চান। যদিও নিজ দলের মধ্যেই তার পদত্যাগের জন্য ব্যাপক চাপ আসতে শুরু করেছে।

বিবিসির ক্রিস মেসনকে ট্রাস বলেন, আমি যে ভুল করেছি তার দায় আমি নিচ্ছি এবং এ জন্য আমি দুঃখিত। আমরা অনেক দ্রুত অনেক দূর চলে গিয়েছিলাম। এখন আমি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে ভিন্ন কৌশল বাস্তবায়নে নতুন অর্থমন্ত্রী নিয়োগ দিয়েছি। গত সপ্তাহে লিজ ট্রাস কোয়াসি কোয়ার্টেংকে বরখাস্ত করে জেরেমি হান্টকে বৃটেনের নতুন অর্থমন্ত্রী ঘোষণা করেছেন।
হান্ট এর আগেও একাধিক বার মন্ত্রীসভায় ছিলেন এবং প্রধানমন্ত্রী পদেও দুই বার লড়েছেন।
দায়িত্ব পাওয়ার চার দিনের মাথায় হান্ট জানান, সাবেক অর্থমন্ত্রীর নেয়া প্রায় সব পদক্ষেপই তিনি পাল্টে দেবেন। মাত্র তিন সপ্তাহ আগে এই মিনি-বাজেট ঘোষণা করা হয়েছিল। হান্টের দাবি, তার সংস্কারের কারণে ৩৬ বিলিয়ন ডলার উঠে আসবে। ২০২৩ সালের এপ্রিল মাস থেকে আয়কর কমানোর যে ঘোষণা দেয়া হয়েছিল তা অনির্দিষ্টকালের জন্য আটকে দেয়া হয়েছে। হান্ট বলেন, কোনো সরকারই বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। তবে সব সরকারই জাতীয় অর্থব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। মিনি বাজেট বাতিলের সম্ভাবনার খবরে স্বাভাবিক হতে শুরু করেছে বৃটেনের বাজার। আগে থেকেই ধারণা করা হচ্ছিল কোয়ার্টেংকে বরখাস্ত করা হচ্ছে।
এদিকে বিরোধী দল লেবার পার্টি হান্টের এই বিবৃতির প্রতিক্রিয়ায় জানিয়েছে, নতুন অর্থমন্ত্রীর বক্তব্যতেই স্পষ্ট যে এই সরকার কীভাবে সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। আমাদেরকে যেভাবেই হোক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। ট্রাস বিবিসিকে বলেন, আমার সরকারের প্রথম অগ্রাধিকার এখন অর্থনৈতিক স্থিতিশীলতা। আমি আগে থেকেই জাতীয় স্বার্থে কাজ করছি। আমি এখনও আমার ওই ভিশন নিয়ে আছি। তবে সেটি বাস্তবায়নে এখন আমাদেরকে ভিন্ন পথে হাটতে হবে।
বৃটিশ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়, তার ভিশনকে সম্প্রতি ‘মৃত’ বলে বর্ণনা করছেন অনেকে- বিষয়টিকে তিনি কীভাবে দেখেন। জবাবে তিনি বলেন, আমি এখনও আমার ‘উচ্চ প্রবৃদ্ধি, কম কর’ ফরমুলায় বিশ্বাস করি। কিন্তু বৃটেন এখন কঠিন পরিস্থিতি পার করছে। এই ফরমুলার কথা বলেই গত সেপ্টেম্বরে কনজারভেটিভ দলের নেতৃত্বের লড়াইয়ে নেমেছিলেন ট্রাস।

আরও পড়ুন:  ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top