র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না।

বিলেতের আয়না ডেক্স :-  র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না।
র‍্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না। তবে বাহিনীতে সংস্কার আনলে বিবেচনা করা হবে জানিয়েছেন বাংলাদেশে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে এ কথা জানান পিটার হাস।
বাংলাদেশের মানবাধিকার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম বিষয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে উদ্বেগ জানালেও বাংলাদেশ এ বিষয়গুলোতে আশানুরুপ উন্নতি করতে পারেনি; এমনটাই জানিয়েছেন তিনি। এ সময় জাতীয় নির্বাচনের আগে বিচার বর্হিভূত হত্যার অভিযোগ উদ্বেগজনক বলেও উল্লেখ করা হয়।
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব এককভাবে নির্বাচন কমিশনের নয়। এক্ষেত্রে সরকার, গণমাধ্যম ও রাজনৈতিক দলকেও ভূমিকা রাখতে হবে। এসব মিলিয়েই নির্বাচনের পরিবেশ চিন্তা করছে যুক্তরাষ্ট্র। একই পরিস্থিতি দেখার জন্য পুরো বিশ্ব অপেক্ষা করছে বলে জানান পিটার হাস।
র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা কোনো একক ব্যক্তিকে শাস্তি দেয়ার জন্য নয় উল্লেখ করে পিটার হাস বলেন, প্রয়োজনীয় সংস্কার আনলেই এ বিষয়ে পুনর্বিবেচনা করবে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন:  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাথে রানী দ্বিতীয় এলিজাবেথ

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top