দিনে দুপুরে ত্রানের টাকা ও মোবাইল ছিনতাই

নিউজ ডেক্স: সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হয়েছেন সোশ্যাল মিডিয়া এক্টিভিটিস মানবিক মহিউদ্দিন।

গোলাপগঞ্জ থানার ঢাকাদক্ষিণ বাজার চৌমুহনিতে এ ঘটনা ঘটে। এ সময় মহিউদ্দিনের সাথে থাকা ত্রানের টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা।

জানা গেছে, বাজারের বনফুলে বসে ফাস্ট ফুড খাচ্ছিলেন মুহি উদ্দিন। এমন সময় কয়েকজন সন্ত্রাসী এসে তাকে ঘিরে ধরেন এবং তাকে মারধর করেন।

মারধর শেষে তার সঙ্গে থাকা সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সংগ্রহ করা বেশ কিছু ত্রানের টাকা ও তার মোবাইল কেড়ে নেয় সেই সন্ত্রাসীরা।

পরবর্তীতে স্থানীয়রা হামলার শিকার আহত মুহি উদ্দিনকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার ঘটনায় আহত মুহী উদ্দিন জানিয়েছেন, তিনি হামলাকারী সন্ত্রাসীদের চিনতে পেরেছেন‌‌ এবং এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় প্রকাশ্যে মুখ খুলতে রাজি নয় এলাকাবাসী। তবে আশেপাশের ব্যবসায়ী এবং অনেকে বলেন, বনফুলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে হামলাকারীদের পরিচয় শনাক্ত করা এবং ঘটনার আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। হামলার শিকার মহিউদ্দিন সবসময় মানবিক কাজ করে সোশ্যাল মিডিয়ায় এবং এলাকায় আলোচনায় থাকেন। তিনি গরীব দুঃখীদের নানাভাবে সাহায্য সহযোগিতা করেন। তার উপর এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। গোলাপগঞ্জ থানা পুলিশ আহত মহিউদ্দিনকে দেখতে হাসপাতালে গিয়েছিল এবং এই হামলার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন:  ফ্রিল্যান্সার থেকে তরুণ উদ্যোক্তা

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn
Scroll to Top